বৃহস্পতিবার, জানুয়ারী ১৭, ২০১৩

চাকরী জাতীয়করনের দাবি : দৌলতপুরে বে-সরকারী শিক্ষকদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

দৌলতপুর প্রতিনিধি : চাকরী জাতীয়করনের দাবিতে বে-সরকারী (স্কুল, কলেজ, মাদ্রাসা) শিক্ষক কর্মচারী ঐক্যজোট কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টায় দৌলতপুর পাইলট হাইস্কুল চত্বর থেকে প্রায় এক হাজারের অধিক শিক্ষক কর্মচারীদের সমন্বয়ে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি দৌলতপুরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ চত্বরে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। বিক্ষোভ শেষে অধ্যক্ষ রফিকুল আলমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, অধ্যক্ষ এমদাদুর রহমান, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ রেজাউল হক, দৌলতপুর অনার্স কলেজের উপাধ্যাক্ষ আমানুলাহ আমান,
ডিজিএম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইলিয়াস হোসেন, দৌলতপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরাত আলী, বিডিএস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াকুব আলী, দৌলতখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবর রহমান প্রমুখ। সমাবেশে বক্তাগন বর্তমান সরকারের কাছে তাদের চাকরী জাতীয়করনের দাবি জানান। দাবি মানা না হলে বৃহত্তর আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা হবে বলে ঘোষনা দেন। সমাবেশ থেকে আগামী ১৯ জানয়ারী জেলায় ও ২৩ ঢাকায় মহা সমাবেশের ঘোষনা দেয়া হয়। শেষে দাবী বাস্তবায়নে উপজেলা সংগ্রাম পরিষদ গঠন করা হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন