বৃহস্পতিবার, জানুয়ারী ১৭, ২০১৩

ভেড়ামারায় শিক্ষক কর্মচারী ঐক্যজোটের বিক্ষোভ মিছিল সমাবেশ

মনির উদ্দিন মনির : চাকুরী জাতীয় করনের দাবীতে কুষ্টিয়ার ভেড়ামারার উপজেলার সকল বে-সরকারী স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকরা বিক্ষোভ মিছিল সমাবেশ কর্মসুচী পালন করেছে। শিক্ষকদের লাগাতার ধর্মঘট’র অংশ হিসেবে শিক্ষকরা এই কর্মসূচী পালন করে। গতকাল বুধবার সকালে ভেড়ামারা উপজেলা চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা চত্বরে
সমাবেশে মিলিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ভেড়ামারা উপজেলা আওয়ামীলীগের সভাপতি, বাহিরচর ইউপির চেয়ারম্যান ও শিক্ষক নেতা আবু বক্কর সিদ্দীক। ভেড়ামারা মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক রাজা’র সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, ভেড়ামারা কলেজের অধ্যক্ষ সামছুল বারী, বিজেএম কলেজের অধ্যক্ষ আসলাম উদ্দীন, আদর্শ কলেজের অধ্যক্ষ নাজমুল আলম, ভেড়ামারা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জব্বার, ভেড়ামারা হাজী আফছার উদ্দীন বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবুর রহমান, ভেড়ামারা উপজেলা শিক্ষক সমিতির সাধারন সম্পাদক রফিকুল ইসলাম, শিক্ষক সমিতি’র (কামরুজ্জামান) সভাপতি আব্দুল ওয়াহাব ও সাধারন সম্পাদক রবিউল ইসলাম, শিক্ষক নেতা আনোয়ার হোসেন প্রমুখ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন