বৃহস্পতিবার, জানুয়ারী ১৭, ২০১৩

আইন-শৃঙ্খলা জোরদারকরণের দাবির একদিন পরেই : খোকসায় শ্যালো চালক অপহরণ

মনিরুল ইসলাম মনি, খোকসা : টেলিকনফারেন্সে কুষ্টিয়ার পুলিশ সুপারের আইন-শৃঙ্খলা জোরদারকরণের দাবির একদিন পরেই খোকসার শিমুলিয়া ইউনিয়নের কালিশংকরপুরে এক শ্যালোচালক অপহরণ হয়েছে। পারিবারিক সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে উপজেলার শিমুলিয়া-কালিশংকরপুরের একটি গমের খেতে পানি দেওয়ার সময় গ্রামের মৃত. আব্দুল খাঁর পুত্র সাহেব আলী (৩৬) নামের এক শ্যালোচালককে অপহরণ করেছে অজ্ঞাত অপহরণকারীরা। তারা আরো জনায়, রাত আনুমানিক ২ টার দিকে সাহেব আলীর মোবাইল ফোন
থেকে একটি কল আসে। সে জানায়, কে বা কাহারা আমাকে ধরে নিয়ে আসছে। তারা আমাকে একটি ঘরের মধ্যে আটকে রাখছে। তারা আমাকে মেরে ফেলতে পারে। পরে বুধবার সকাল ১০ টায় আবারো সাহেব আলীর ফোন থেকে ফোন আসে। ফোন করে সে বলে, প্রশাসনকে জানালে আমাকে মেরে ফেলবে। তখন পরিবার থেকে নিশ্চিত হয় তাকে অপহরণই করা হয়েছে। এরপর অপহৃত পরিবার খোকসা থানা প্রশাসনকে জানালে তারা এখন পর্যন্ত তাকে উদ্ধার করতে পারেনি। এ ব্যাপারে খোকসা থানার অফিসার ইনচার্জ হরেন্দ্রনাথ সরকার বলেন, এটা আসলে অপহরণ নয়। পারিবারিক কোন্দল। এ রিপোর্ট লেখা পর্যন্ত (বেলা ৩টা) খোকসা থানা পুলিশ তাকে উদ্ধার করতে পারেনি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন