বৃহস্পতিবার, জানুয়ারী ১৭, ২০১৩

বারো শরীফ দরবারে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষ্যে ব্যাপক প্রস্তুতি

ষ্টাফ রিপোর্টার : কুষ্টিয়া শহরের কোর্টপাড়া বারো শরীফ দরবারে পবিত্র-ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষ্যে ব্যাপক কর্মসূচী নেওয়া হয়েছে। ১২-ই রবিউল আওয়াল উপলক্ষ্যে দরবার শরীফে প্রতি বছরের মত এবার বড় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বর্তমান সময়ের মানুষের শান্তি ও মুক্তির পথ দেখানোর জন্য বারো শরীফ দরবার এ ধরনের কর্মসূচি নিয়ে থাকে। অনুষ্ঠান সূচির মধ্যে রয়েছে, ২৫শে আগষ্ট শুক্রবার ভোর ৪টায় খাস মিলাদ মাহফিল। এছাড়া পতাকা উত্তোলন ও র‌্যালী, কোরআন খানী, শিশুদের ক্বিরাত ও হামদ্ নাত প্রতিযোগিতা, আম- মাহফিল ও প্রবন্ধপাঠ। উল্লেখ্য বারো শরীফের ইমাম হযরত শাহ্ সূফী মীর মাসুদ হেলাল (রঃ) ১৯৭৫ সালের ২শে আগষ্ট ১৬ই শাবান বারো শরীফ প্রাপ্ত হন। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন