বৃহস্পতিবার, জানুয়ারী ১৭, ২০১৩

ভেড়ামারায় ইউপি চেয়ারম্যানের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

ষ্টাফ রিপোর্টার : কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের জনপ্রিয় চেয়ারম্যান সোহেল রানা পবন ও তার ভাই এর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বাহাদুরপুর ইউনিয়ন পরিষদ উদ্যোগে কুচিয়ামোড়া বাজারে মানববন্ধন শেষে সন্ধ্যায় পরিষদ চত্তরে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশে বক্তারা, বাহাদুরপুর ইউনিয়নের জনপ্রিয় চেয়ারম্যানের উপর সন্ত্রাসী হামলাকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবী করেন। ইউপি সদস্য আব্দুল ওয়াহেদ বাদলের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বিজেএম কলেজের অধ্যক্ষ আসলাম উদ্দিন, ইউপি সদস্য শাহাজুদ্দিন প্রমূখ। প্রতিবাদ সভায় জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার শত শত নারী পুরুষ অংশ গ্রহণ করেন।
উল্লেখ্য গত ১১ জানুয়ারী ভেড়ামারা ইউএনও কাপ ফুটবল প্রতিযোগীতায় অংশ গ্রহণ শেষে বাড়ি ফেরার পথে বাহাদুরপুর বাজারে চিহিৃত সন্ত্রাসী হাসান বাহিনীর সদস্যরা ধারালো অস্ত্র দিয়ে চেয়ারম্যান পবন এর উপর হামলা চালায়। এ সময় গুরুত্বর আহত হয় ইউপি চেয়ারম্যান পবন ও তার ভাই পিপুলসহ অন্তত ১০ জন। বর্তমানে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ইউপি চেয়ারম্যান পবন ও তার ভাই পিপুল।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন