সোমবার, জানুয়ারী ২১, ২০১৩

কুষ্টিয়ায় স্বর্ণ ব্যবসায়ী আলমগীর হত্যার ঘটনা এখনও রহস্যজনক : থানায় মামলা

সিরাজুম সালেকীন : কুষ্টিয়া শহরের স্বর্ণ ব্যবসায়ী আলমগীরকে শ্বাসরোধ করে হত্যার ২৪ ঘন্টা অতিবাহিত হলেও এখন পর্যন্ত হত্যাকান্ডের ঘটনা রহস্যজনক রয়ে গেছে। এদিকে গতকাল নিহতের লাশ ময়না তদন্ত শেষে দাফন করা হয়েছে। নিহতের ছোট ভাই জাকির বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় অজ্ঞাত ব্যাক্তিদের নামে মামলা করেছে। মামলা নং ২৭। জানা যায়, গত শনিবার শহরের লাভলী টাওয়ারের সামনে পদাপর্ণ সুজ এর তৃতীয় তলার নিজ বাস ভবনে গলায় ফাঁস দিয়ে স্বর্ণ ব্যবসায়ী আলমগীরকে হত্যা করে দূর্বত্তরা। হত্যার পর পুলিশ নিশ্চিত করেছে তাকে দড়ি দিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তবে হত্যার এক দিন অতিবাহিত হলেও পুলিশ প্রশাসন হত্যার কোন কূল কিনারা উদঘাটন করতে পারেনি। এ মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই মনির দৈনিক হাওয়াকে জানান, পুলিশ হত্যার বিষয়টি খতিয়ে দেখছে। অতি শীঘ্রই অপরাধীদের আইনের আওতায় আনা হবে। কুষ্টিয়া মডেল থানার ওসি (তদন্ত) শাহ আলম জানান, পুলিশ এখন পর্যন্ত কাউকে আটক বা হত্যার রহস্য উদঘাটন করতে পারেনি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন