সোমবার, জানুয়ারী ২১, ২০১৩

ইবি তারুণ্য’র আয়োজনে শীত বস্ত্র বিতরণ

এদেশের ছাত্র সমাজের আছে গৌরবময় ইতিহাস : প্রফেসর ড.আবদুল হাকিম সরকার

ইবি সংবাদদাতা : মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য এই শ্লোগানকে সামনে রেখে শীতার্ত অসহায় ও দুঃস্থ্য মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে গঠিত একটি স্বেচ্ছাসেবী অরাজনৈতিক ও জনকল্যাণমূলক সংগঠন তারুণ্য। গতকাল রবিবার সকালে বিশ্ববিদ্যালয়ের টি.এস.সি.সি মিলনায়তনের পূর্ব গেট চত্বরে সংগঠনটির পক্ষ থেকে শতাধিক কম্বল ও ৫০০ শতাধিক পিচ পুরাতন জামা-কাপড় বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড.আবদুল হাকিম বলেছেন, ছাত্রদের লেখাপড়ার পাশাপাশি সামাজিক অনেক দায়বদ্ধতা আছে। আর এই দায়বদ্ধতা থেকে তারুণ্য সংগঠনটি বস্ত্র বিতরণের এই মহৎ উদ্যোগ গ্রহণ করায় তারুণ্যের নেতৃবৃন্দদের জানায় আন্তরিক ধন্যবাদ। তিনি বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনেক কম খরচে লেখাপড়া করছে। তাদের এই অর্থের যোগান দিচ্ছেন এদেশের সাধারণ মানুষ। তাই দেশ ও জাতির প্রতি ছাত্র সমাজের দায়বদ্ধতার সীমা নেই। তিনি আরও বলেন, এদেশের ছাত্র সমাজের আছে গৌরবময় ইতিহাস। দেশের বিভিন্ন জাতীয় ইস্যুতে ও জনকল্যানে ছাত্রসমাজের ভূমিকা অনস্বীকার্য। ভাইস চ্যান্সেলর বলেন, আমরাও ছাত্রজীবনে জনকল্যাণমূলক অনেক কাজ করেছি। তারুণ্যসহ বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ছাত্র সংগঠন জনকল্যাণমূলক কাজে নিজেদেরকে আরো নিয়োজিত করবে এই প্রত্যাশা করি। আগামীতেও তারুণ্য’র জনকল্যাণমূলক কার্যক্রম অব্যহত থাকবে এই আশাবাদ ব্যক্ত করেন প্রফেসর ড. আবদুল হাকিম সরকার। তারুণ্য’র সভাপতি সিরাজাম মুনিরা’র সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন তারুণ্যের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন তারুণ্যের সকল নেতৃবৃন্দ। সভা শেষে দুঃস্থ্যদের হাতে শীতবস্ত্র তুলে দেন ভাইস চ্যান্সেলরসহ অতিথিবৃন্দ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন