সোমবার, জানুয়ারী ২১, ২০১৩

কোলকাতার প্রখ্যাত সাহিত্যিক সোনালী হস্তশিল্প পরিদর্শন

শরীফুল ইসলাম কুমারখালী : কোলকাতার প্রখ্যাত সাহিত্যিক ও বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজরিত শিলাইদহের কুঠিবাড়িতে সাহিত্যের প্রাণ পুরুষ কবি গুরুর নোবেল প্রাপ্তির শতবর্ষ উদযাপন অনুষ্ঠানের আমন্ত্রিত আলোচক অতিথি শুভ প্রসন্ন ভট্টাচার্য সোনালী হস্তশিল্প পরিদর্শন করেন। গত শুক্রবার সোনালী হস্তশিল্পের কারখানা এবং মেয়েদের হাতের চুমকি বসানো নিপুন কাজের তৈরি মেয়েদের জন্য ব্যবহৃত পোশাক পর্যবেক্ষণ করে মুগ্ধ হন। এসময় সোনালী হস্তশিল্পের চেয়ারম্যান জসিম উদ্দিন, নাট্যকার, প্রাবন্ধিক, সাহিত্যিক, প্রভাষক লিটন আব্বাস, প্রয়াত জাসদ নেতার পুত্র কুমারখালীর সন্তান সাইমুন কনক অতিথিদের সঙ্গে ছিলেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন