সোমবার, জানুয়ারী ২১, ২০১৩

কুষ্টিয়া কেন্দ্রীয় ঈদগাহ কমিটির সভা

ষ্টাফ রিপোর্টার : কুষ্টিয়া কেন্দ্রীয় ঈদগাহ কমিটির নব নিবার্চিত নির্বাহী পরিষদের এক পরিচিতি সভা গতকাল বিকাল ৪টায় স্থানীয় কুষ্টিয়া সার্কিট হাউস সভা কক্ষে আনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন। সভাপতির বক্তব্যে তিনি বলেন, মুসলমানদের বছরে ২টি ঈদ উদযাপিত হয়ে থাকে। এটা সুন্দর ভাবে করার জন্য ঈদগাহ কমিটি গঠন করা হয়েছে। আমি আশা করবো যে, নতুন কমিটির গতিশীল নেতৃত্বে কুষ্টিয়া কেন্দ্রীয় ঈদগাহের আরো উন্নয়ন ঘটবে। এর সার্বিক উন্নয়নে আমি অবদান রাখার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাবো। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নব নির্বাচিত কমিটির সহ-সভাপতি এমএ শামীম আরজু, আলহাজ্ব মোঃ জাবেদ আলী, গাজী গোলাম মোস্তফা বাচ্চু, সাধারন সম্পাদক হাজী আনোয়ারুল ইসলাম, যুগ্ম সম্পাদক কাজী এনামুল হক আসাদ, কোষাধ্যক্ষ মোঃ হাফিজুল ইসলাম, নির্বাহী সদস্য গোলাম মহসিন, মখলেসুর রহমান বাবলু, মনজুরুল হক নাসিম, মীর আল আরেফীন বাবু, মোঃ মতিয়ার রহমান, মোঃ ইব্রাহিম খলিল, সেলিম আহমেদ মুকুল। উক্ত সভায় পবিত্র সিরাতুন্নবী (সা:) উদযাপন উপলক্ষে কুষ্টিয়া কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে একটি ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন