বুধবার, ডিসেম্বর ১০, ২০১৪

ইবিতে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক

স্টাফ রিপোর্টার : ক্লাস-পরীক্ষা চালু ও সাধারণ ছাত্রদের বিরুদ্ধে করা ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারসহ ৫ দাবিতে বৃহস্পতিবার থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অনির্দিষ্টকালের ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে ছাত্র-ছাত্রী অধিকার রক্ষা মঞ্চ। মঙ্গলবার বিকেলে মঞ্চের আহ্বায়ক ইমতিয়াজ উদ্দিন শিমুল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ কর্মসূচির কথা জানানো হয়। দাবিগুলো হল- ক্যাম্পাস সচল করে ক্লাস পরীক্ষা চালু রাখা, সাধারণ ছাত্রদের বিরুদ্ধে করা ‘হয়রানিমূলক’ মামলা প্রত্যাহার, বাসচাপায় নিহত ছাত্র তৌহিদুর রহমান টিটুর পরিবারকে ক্ষতিপূরণ প্রদান, ঘাতক চালকের বিরুদ্ধে মামলা ও গ্রেফতার এবং বিশ্ববিদ্যালয়কে সম্পূর্ণ আবাসিকীকরণ করা। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের দাবি না মেনে নেওয়া পর্যন্ত ধর্মঘট চলবে। এ বিষয়ে ‘ছাত্র-ছাত্রী অধিকার রক্ষা মঞ্চের’ আহ্বায়ক ইমতিয়াজ উদ্দিন শিমুল সমকালকে বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে। মিথ্যা মামলা দিয়ে শিক্ষার্থীদের হয়রানি করা হচ্ছে। এভাবে বিশ্ববিদ্যালয় চলতে পারে না। সাধারণ ছাত্র-ছাত্রীদের স্বার্থ রক্ষায় আমরা এ আন্দোলনের ডাক দিয়েছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন দাবি না মেনে নেওয়া পর্যন্ত আমাদের শান্তিপূর্ণ ধর্মঘট চলবে। প্রসঙ্গত, গত ৩০ নভেম্বর ক্যাম্পাসে
একটি বাস আরেকটি বাসকে ওভারটেক করার সময় দুই বাসের মাঝে চাপা পড়ে মারা যান বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র তৌহিদুর রহমান টিটু। এ ঘটনায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ভাড়াকরা ৩৪টি বাস পুড়িয়ে দেয় এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থাপনায় ব্যাপক ভাংচুর চালায়। উদ্ভূত পরিস্থিতিতে কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন বাদী হয়ে দুটি ও পুলিশ বাদী হয়ে ইবি থানায় একটি মামলা করেছে। এসব মামলায় অজ্ঞাতপরিচয় প্রায় আড়াই হাজার শিক্ষার্থীকে আসামি করা হয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন