বুধবার, ডিসেম্বর ১০, ২০১৪

বিত্তিপাড়া মুক্ত দিবস পালন

ইবি থানা প্রতিনিধি : গতকাল মঙ্গলবার সকালে বিত্তিপাড়া বধ্যভ’মি চত্তরে যুদ্ধাহত মোঃ সিরাজুল ও ডা: আঃ লথিব বিশ্বাসের নেতৃত্বে ৯ ডিসেম্বর মুক্ত বিত্তিপাড়া দিবস পালন করা হয়। উক্ত অনুষ্ঠানে বক্তারা বলেন, সেই ৭১এর ভয়াল লোমহর্ষ কথা শুণে ক্ষনিকের জন্য চোখের জ্বল ধরে রাখতে পারেনি। সেই সময় যুবক-যুবতি,বৃদ্ধা দামাল,নিরিহ মানুষ ধরে নিয়ে এইখানে গুলি ও কুপিয়ে হত্যা করা হতো। বক্তরা আরো বলেন,এই বিত্তিপাড়ার কথা সেই সময় ভয়েচ অব আমেরিকা,রেডিও তেহেরান থেকে প্রচার করা হত। ৯ডিসেম্বর ১৯৭১সালে পাকবাহিনীকে হটিয়ে শত্র“ মুক্ত করে  মুক্তিবাহিনী। এই দিনটিকে সরণ করতে গতকাল মুক্তিযোদ্ধারা বধ্যভ’মিতে আলোচনা ও মিলাদ মাহফিল পালন করেন।এইসময়
উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা ওমর আলী, বীর মুক্তিযোদ্ধা ছলেমান মন্ডল, বীর মুক্তিযোদ্ধা, নওয়াব আলী, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা আবু তালেব, বীর মুক্তিযোদ্ধা আঃ লথিব, বীর মুক্তিযোদ্ধা মুক্তার আলী, বীর মুক্তিযোদ্ধা আকমল হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহেদ, বীর মুক্তিযোদ্ধা ইবাদত আলী, বীর মুক্তিযোদ্ধা আঃ রহিম, বীর মুক্তিযোদ্ধা নিহত,খোদা বকস এর স্ত্রী,কমলা খাতুন,এবং মোয়াজ্জেম এর স্ত্রী অনজলী খাতুণ প্রমূখ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন