বুধবার, ডিসেম্বর ১০, ২০১৪

কুষ্টিয়ায় ৪র্থ শ্রেণী সরকারী কর্মচারী সমিতির সদর উপজেলা কমিটি গঠন

স্টাফ রিপোর্টার ॥ কুষ্টিয়ায় বাংলাদেশ ৪র্থ শ্রেণী সরকারী কর্মচারী সমিতি সদর উপজেলা কুষ্টিয়া’র আব্দুল মান্নানের  সভাপতিত্বে  এক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি বাংলাদেশ ৪র্থ শ্রেণী সরকারী কর্মচারী সমিতি ও সরকারী কর্মচারী সমন্বয় পরিষদ কুষ্টিয়া শাখার সাধারণ সম্পাদক মোঃ শাহাবুদ্দিন শেখ। বিশেষ অতিথি সমন্বয় পরিষদের সহ-সভাপতি মোঃ আবুল কাশেম, মনোয়ার হোসেন ও সাংগঠনিক সম্পাদক পিয়ার আলী। উপজেলার সকল কর্মচারীর উপস্থিতিতে বক্তব্য রাখেন আতিকুল ইসলাম, আব্দুর রহিম খাঁন, শওকত আলী, দীন মোহাম্মদ, গিয়াস উদ্দিন প্রমুখ। সদর উপজেলা শাখা কমিটির মেয়াদ উত্তির্ণ হওয়ায় নতুন কমিটি নির্বাচনের জন্য উপস্থিত সদস্যগণ প্রধান অতিথির নিকট প্রস্তাব করেন। প্রধান অতিথি শাহাবুদ্দিন শেখ উপস্থিত উপজেলার সকল সদস্যগণের সম্মতিক্রমে ১৭ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ কর্মচারীদের কন্ঠ ভোটে নির্বাচিত করেন। সভাপতি মোঃ আব্দুল মান্নান (ইউ,এন,ও অফিস), সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম (যুব উন্নয়ন অফিস) সহ ১৭ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি সদস্যরা হলেন, সহ-সভাপতি আবুল বাশার (সমাজ সেবা অফিস), গিয়াস উদ্দিন (ইউ,এন,ও, অফিস), বীর মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন (পাঃপাঃ অফিস), যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান হোসেন (কুষি অফিস), সাংগঠনিক সম্পাদক ফিরোজ খান (সমবায় অফিস), দপ্তর সম্পাদক আব্দুস সালাম (মৎস অফিস), অর্থ সম্পাদক নজরুল ইসলাম (পরিষংখ্যান অফিস), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক গোলাম খলিলুর রহমান (ইউ,এন,ও অফিস), সমাজ কল্যাণ ও ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল হাসনাত (কৃষি অফিস), সমবায় সম্পাদক নবিছুদ্দিন (নির্বাচন অফিস), প্রচার সম্পাদক সোহান (পাঃপাঃ অফিস), মহিলা সম্পাদিকা ফেরদোসি আক্তার (ইউ,এন,ও অফিস), কার্য নির্বাহী সদস্য তুষার (প্রাথমিক শিক্ষা অফিস), বাবু পাঠান (ইউ,এন,ও অফিস), আশরাফ হোসেন (ইউ,এন,ও অফিস)। কার্যনির্বাহী পরিষদের পরিচালনান্তে ৯ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠন করা হয়। উপদেষ্টারা হলেন,
দিন মোহম্মদ (স্বাস্থ্য অফিস), শওকত (কৃত্রিম প্রযোজন অফিস), আব্দুর রহিম খান (এল,ডি,ই,ডি অফিস), বীর মুক্তিযোদ্ধা আকরাম হোসেন (শিক্ষা অফিস), লাবলু (বি,আর,ডি,বি), আবু বক্কর সিদ্দিক (কৃষি অফিস), মুফাজ্জেল হোসেন (এল,জি,ই,ডি অফিস), আব্দুল কাইয়ুম (জন স্বাস্থ্য অফিস), আব্দুর রহমান (ই, এন,ও অফিস)। প্রধান অতিথি নবনির্বাচিত কমিটিকে ধন্যবাদ জানান এবং সভাপতি সভার কার্যক্রম শেষে করেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন