বুধবার, ডিসেম্বর ১০, ২০১৪

কুমারখালীতে বেগম রোকেয়া দিবস উদযাপন

শরীফুল ইসলাম কুমারখালী : কুমারখালীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে “জয়িতা অন্বেষণে বাংলাদেশ” কার্যক্রমের আওতায় জয়িতাদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। ৯,১২,১৪ ইং মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের সহযোগীতায় ও মহিলা বিষয়ক অধিদপ্তর এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। কুমারখালী উপজেলা সহকারী কমিশনার (ভুমি) তানজিল্লুর রহমান’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মান্নান খান। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আনিচা আফরোজের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন প্রবীণ মুক্তিযোদ্ধা মুন্সি আবু আহসান বরুণ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আফজাল হুসাইন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামিম আহমেদ খান, সদকী ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান, জগ্নাথপুর ইউপি চেয়ারম্যান উম্মে সালমা পারভীন রুনা প্রমূখ। আন্তর্জাতিক নারী
নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবসের আলোচনা অনুষ্ঠান শেষে সমাজের বিভিন্ন বিষয়ে বিশেষ অবদান রাখায় ৫ জন নারী যথাক্রমে আফছানা রসিদ লাবনী, টুম্পা রানী দে, মনোয়ারা বেগম, মোছা: সাহিদা বেগম ও হোসনে আরা রুবীকে সম্মামনা ক্রেষ্ট দেওয়া হয় এছাড়া বিভিন্ন মহিলা স্বেচ্ছাসেবী সংগঠনকে অনুদানের চেক প্রদান করা হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন