বুধবার, ডিসেম্বর ১০, ২০১৪

দৌলতপুরে প্রশাসনের উচ্ছেদ অভিযান

দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে সরকারী সম্পত্তি দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে।   সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের দাড়পাড়া গ্রামে এ উচ্ছেদ অভিযান চালানো হয়। দৌলতপুর সহকারী কমিশনার (ভূমি) নাহিদা আক্তারের নেতৃত্বে উচ্ছেদ অভিযানে পুলিশ ও প্রশাসনের লোকজন অংশ নেয়। সংশ্লিষ্ট সূত্রে জানাগেছে, ওই ইউনিয়নের বোয়ালিয়া মৌজার ৪৪৫১ নং দাগের ১নং খাস খতিয়ানের ৯২ শতক সরকারী জমি দাড়পাড়া গ্রামের পলান মন্ডল, পলাশ মন্ডল ও আনোয়ার হোসেন জোরপূর্ব দখল করে ভোগদখল করে আসছিল। সরকারী সম্পত্তি দখলমুক্ত করতে একাধিকবার তাগাদা ও নোটিশ প্রদান করা হলেও অবৈধ দখলকারীরা সরকারী নির্দেশ অমান্য করে ওই সম্পত্তি বা জমি ভোগ দখল অব্যাহত রাখায় সরকারী সম্পত্তি দখল নিতে গতকাল সেখানে উচ্ছেদ
অভিযান চালানো হয়। এসময় ৪টি বাঁশ ঝাড়, ৫টি আম-কাঠালসহ বিভিন্ন প্রজাতির গাছ ও একটি বাড়ির কিছু অংশ ভেংগে দিয়ে এবং তা উচ্ছেদ করে অবৈধ দখলমুক্ত করা হয়।    

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন