বুধবার, ডিসেম্বর ১০, ২০১৪

কুষ্টিয়ায় ব্র্যাকের উদ্যোগে নারী নির্যাতন নির্মুলকরণে র‌্যালী

ষ্টাফ রিপোর্টার ॥ কুষ্টিয়ায় ব্র্যাকের উদ্যোগে নারী নির্যাতন নির্মুলকরণে আন্তর্জাতিক প্রচারাভিযানের অংশ হিসেবে র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে কুষ্টিয়া সদর উপজেলা পরিষদে র‌্যালীটি প্রদক্ষিণ করে। এসময় কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোদেজা খাতুন, জেলা ব্র্যাক প্রতিনিধি মোতাহার হোসেন, দিশার পরিচালক (সাধারন) রবিউল ইসলাম, জেলা মহিলা বিষয়ক প্রোগ্রাম অফিসার মর্জিনা বেগমসহ সরকারী কর্মকর্তা ও ব্র্যাকের কর্মকর্তা ও কর্মচারীরা এসময় উপস্থিত ছিলেন। কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোদেজা খাতুন বলেন, আসুন নারী নির্যাতনের বিরুদ্ধে সবাই রুখে দাঁড়াই। নারীর প্রতি সংঘটিত সকল নির্যাতন নির্মূল করার প্রত্যয়ে পরিবার, কমিউনিটি, সমাজের সকল স্তরের মানুষকে প্রভাবিত ও উদ্বুদ্ধ করতে এবং স্থানীয়, জাতীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রচেষ্টার সমন্বয় সাধনের লক্ষ্যে ১৯৯১ সাল থেকে বিশ্ব জুড়ে ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন
কর্মসূচির মধ্য দিয়ে প্রচারাভিযান চালানো হচ্ছে। আমাদের নীরবতা অত্যাচারীকেই সমর্থন করে। তাই চুপ করে না থেকে আমাদের নারী নির্যাতনের প্রতিবাদ করতে হবে। সামাজিকভাবে নির্যাতনকারীকে বয়কট করে বুঝিয়ে দিতে হবে সভ্য সমাজে নারী নির্যাতনকারীর কোন স্থান নেই। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন