বুধবার, ডিসেম্বর ১০, ২০১৪

সকল প্রস্তুতি সম্পন্ন ॥ ৫০ হাজার মুসল্লি থাকার ব্যবস্থা

আম বয়ানের মধ্য দিয়ে কাল থেকে শুরু  তাবলীগ জামাতের কুষ্টিয়া জেলা ইজতেমা

আব্দুম মুনিব : আম বয়ানের মধ্য দিয়ে কাল থেকে শুরু হচ্ছে তাবলীগ জামায়াতের আয়োজনে কুষ্টিয়া জেলা এস্তেমা ইজতেমা। বৃহস্পতীবার কাকডাকা ভোরে দেখা যাবে হাজারো মানুষের পদচারণায় মুখরিত কুষ্টিয়ার চাদাগারার মাঠ। তাবলীগ জামায়াতের আয়োজনে কুষ্টিয়া জেলা ইজতেমা ২০ বছর আগে ১৯৯৩ সালে কুষ্টিয়া সরকারী কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছিলো। বিশ্ব ইজতেমায় চাদাগাড়ার মাঠের বিশাল জায়গাজুড়ে নানা ব্যবস্থায় মানুষ অবস্থান নিবে। ৫০ হাজার লোকের অবস্থানের লক্ষে অসংখ্য ছোটবড় তাঁবু, দীর্ঘ শামিয়ানা, প্যান্ডেল, চট ও প্লাস্টিকের ছাউনি দেয়া পুরো ২ লাখ ৫০ হাজার বর্গফুট এলাকা। যেখানে এক বারে ২ হাজার মানুষের অজু খানার ব্যাবস্থা, ৩শ ১২টি বাথরুম। জানা গেছে, গত এক মাস ধরে শত শত মুসল্লি সম্পূন্ন সেচ্ছশ্রমে মাঠ তৈরি ব্যাবস্থাপনায় কাজ করছেন। এ ব্যাপারে জিজ্ঞেস করলে ইজতেমার সেচ্ছাশ্রমে অংশ নেওয়া একজন মুসল্লি জানালেন, দুনিয়া এবং আখেরাতে কামিয়াবী হওয়ার আশায় সিংহভাগ কাজই মানুষের স্বেচ্ছাশ্রমে হচ্ছে। ছাত্র, শিক্ষক, পেশাজীবী, ব্যবসায়ীসহ প্রায় সব শ্রেণী-পেশার মানুষ নিজ নিজ উদ্যোগে এসে এই কাজ করে যাচ্ছেন। ইজতেমায় মুসল্লিদের নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। ইতিমধ্যে ইজতেমা স্থল পরিদর্শন
করেছেন কুষ্টিয়া পুলিশ সুপার প্রলয় চিসিম। ইজতেমায় বয়ান করবেন দেশবরেণ্য মুরব্বিরা। ইতিমধ্যে প্রায় সকল প্রস্তুতি সম্পন্ন। ইজতেমা সফল করতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে মুসল্লিারা আসতে শুরু করেছেন। ১১ ডিসেম্বর থেকে শুরু হয়ে ১৩ ডিসেম্মবর পর্যন্ত ৩ দিন তাবলিগ জামাতের এ ইজতেমা অনুষ্ঠিত হবে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা সাথীদের খেদমতে স্থানীয় সাথীরা প্রস্তুতি গ্রহন করেছেন। এজন্য শামিয়ানা টাঙানো, খেত্তা নির্বাচন, পানির ব্যবস্থা, টয়লেটসহ বিভিন্ন ধরনের ব্যবস্থা সম্পন্ন করা হয়েছে। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন