শুক্রবার, সেপ্টেম্বর ২৭, ২০১৩

জিলা স্কুলের শিক্ষার্থীদের ৩ দিন ব্যাপী মৌলিক ও প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণের সমাপ্তি

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কুষ্টিয়া ইউনিটের উদ্যোগে কুষ্টিয়া জিলা স্কুলের শিক্ষার্থীদের ৩ দিন ব্যাপী মৌলিক ও প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণের সমাপ্তি হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে জিলা স্কুলের ৩য় তলায় এ প্রশিক্ষণের সমাপ্তি হয়। সমাপনী দিনে প্রধান অতিথি থেকে উদ্বোধন করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি’র ব্যবস্থাপনা পর্ষদ সদস্য ও কুষ্টিয়া ইউনিটের সেক্রেটারী আজগর আলী। প্রধান অতিথির বক্তব্যে আজগর আলী বলেন, এ প্রশিক্ষণের মাধ্যমে এসব শিক্ষার্থীরা আত্ম মানবতার সেবার নিয়োজিত থাকবে। তারা স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত হবে। একজন রোগীকে কিভাবে প্রাথমিক চিকিৎসা প্রদান করতে হয় তা তারা জেনেছে। সেই সাথে যেকোন বিপদ ও সমস্যা মোকাবেলা করার প্রাথমিক প্রশিক্ষণও গ্রহণ করেছে। শিক্ষার্থীরা রেড ক্রস, রেড ক্রিসেন্ট জন্ম কথা ও ইতিহাস, নীতিমালা, প্রতীক, আন্দোলন, গঠন,কার্যক্রমসহ বিভিন্ন বিষয় সম্পর্কে জ্ঞান লাভ করবে। দেশ গঠনে এসব শিক্ষার্থীরা অগ্রণী ভুমিকা পালন করবে। এ শিক্ষার্থীরা ৩ দিন ব্যাপী মৌলিক ও প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ গ্রহণ করে অন্যদের প্রশিক্ষণ দিতে পারবে।
কুষ্টিয়া জিলা স্কুলের প্রধান শিক্ষিকা নিভা রাণী পাঠকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কুষ্টিয়া ইউনিটের ইউনিট অফিসার গৌর চন্দ্র বিশ্বাস, শিক্ষক এনামুল কবীর, যুব প্রধান গোলাম মোস্তফা অন্তু, যুব সদস্য এমদাদদুর রহমান ইমন, এস এম মনিরুল ইসলাম মনির, আবেদীন ও জান্নাতুল ফেরদৌস অন্যন্যা। কুষ্টিয়া জিলা স্কুলেল ৬ষ্ট থেতে ৯ম শ্রেনীর ৬৩ জন শিক্ষার্থীকে মৌলিক ও প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণের অংশগ্রহণ করেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন