শুক্রবার, সেপ্টেম্বর ২৭, ২০১৩

ঝাউদিয়া ইউনিয়ন ছাত্রদলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ষ্টাফ রিপোর্টার : বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক, কেন্দ্রীয় মুক্তিযোদ্ধাদলের সভাপতি, সদর থানা বিএনপির সভাপতি, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক এমপি অধ্যক্ষ সোহরাব উদ্দিন বলেছেন, চলমান রাজনৈতিক সংকট নিরসনে বিরোধী দলকে নয়, সরকারকে নির্দলীয় সরকারের এজেন্ডা ঠিক করতে হবে। সরকার গণতন্ত্রের আবরণে বাকশালী শাসন পরিচালনা করছে। সরকার নিজেদের অধীনে নির্বাচন করে ক্ষমতায় থাকতে চায়। আর সরকার এখন ক্ষমতার মোহে অন্ধ। নিজেদের অপর্কম, দুর্নীতির কারণে তারা জনগণকে ভয় পায়। সে কারণইে আগামী নির্বাচন অনিশ্চিত।
গতকাল বুধবার ঝাউদিয়ার আস্তানগর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ঝাউদিয়া ইউনিয়ন ছাত্রদলের দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর থানা বিএনপির সম্মানিত সদস্য বাস মিনিবাস মালিক গ্রুপের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক সিহাব উদ্দিন, সদর থানা বিএনপির সহ-সভাপতি শহীদুল হক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এস এম ওমর ফারুক। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সহ ছাত্র বিষয়ক সম্পাদক কামাল উদ্দিন। উদ্বোধক ছিলেন সদর থানা ছাত্রদলের আহবায়ক আব্দুল আওয়াল বাদশা।
সদর থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আনারুস সাদাত উজ্জ্বল ও মোস্তাফিজুর রহমান বাবুর পরিচালনা ও ঝাউদিয়া ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি জামাল উদ্দিনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন সদর থানা বিএনপির যুগ্ম সম্পাদক অ্যাড. খাদেমুল ইসলাম, ঝাউদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহজাহান আলী, সাধারণ সম্পাদক খলিলুর রহমান, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আবু সাঈদ জাকারিয়া উৎপল, ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক রাশিদুল ইসলাম রাশেদ, সদর থানা যুবদলের যুগ্ম সম্পাদক গোলাম কিবরিয়া, সদর থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আবু হেনা মোস্তফা আরিফ, যুগ্ম আহবায়ক এস আর শিপন বিশ্বাস, খন্দকার মোমিনুল ইসলাম কাজিম, নাজমুল ইসলাম প্রমুখ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন