শুক্রবার, সেপ্টেম্বর ২৭, ২০১৩

কুষ্টিয়া জেলা তাঁতীদলের প্রতিনিধি সভায় সৈয়দ মেহেদী আহমেদ রুমী

নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে



আব্দুম মুনিব : আগামী ২৯ সেপ্টেম্বর খুলনায় দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জনসভা সফল করতে কুষ্টিয়া জেলা তাতীদলের প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে জেলা বিএনপির কার্যালয় চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা তাতীদলের সভাপতি রফিকুল ইসলাম বাবলু সভাপত্বিতে
প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমী। প্রতিনিধি সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির তাতী বিষয়ক সম্পাদক ও কেন্দ্রিয় তাতীদলের সভাপতি হুমায়ন ইসলাম খান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক এমপি অধ্যক্ষ সোহরাব উদ্দিন, কেন্দ্রিয় তাতীদলের সাধারন সম্পাদক সাবেক ছাত্রনেতা আবুল কালাম আজাদ। প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ মেহেদী আহমেদ রুমী বলেন, আওয়ামী সরকারের অধিনে কোন নির্বাচন বাস্তবায়ন হতে দেওয়া হবে না। সিটি করপোরেশন নির্বাচনের জনগন তত্বাবধায়ক সরকারের পক্ষে রায় দিয়েছে । তিনি আরও বলেন, এ জালেম সরকারের জুমুল নির্যাতন থেকে বাঁচতে বাংলাদেশের জনগন নির্দলীয় নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের অধিনে একটি সুষ্ঠ নির্বাচন চায়।
তিনি বলেন, আওয়ামী লীগ ২০০৬ সালে লগি-বৈঠা দিয়ে মানুষ হত্যা করেছিল। তারা ১৭৩ দিন হরতাল দিয়েছিলো।
প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের ক্ষমতায় থেকে নির্বাচনে প্রচারের সুযোগ রেখে সংশোধনী করা হলে বিএনপি তা মেনে নেবে না।
সেই সাথে আগামী ২৯ সেপ্টেম্বর খুলনায় দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জনসভা সফল করতে কুষ্টিয়া জেলা তাতীদলের নেতৃবৃন্দর প্রতি আহবান জানান।
প্রধান বক্তা হুমায়ন ইসলাম খান বলেন, নির্দলীয় নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের অধিনে নির্বাচন হলে আওয়ামীলীগের শোচনিয় পরাজয় বুঝতে পেরে তারা সংঘাতের পথে হাটছে কিন্তু বাংলাদেশের জনগন তা হতে দেবে না।
এ সরকার যখনই ক্ষমতায় এসেছে, দেশের মানুষের ওপর অত্যাচার করেছে। বর্তমানে মানুষ তাদের হাত থেকে নিষ্কৃতি চায়।
তিনি বলেন, তাতী সম্প্রদায়সহ সমগ্র দেশবাসী এই স্বৈরাচারী সরকারের পতন চায়, সরকার নিশ্চিত হয়েছে, জনগণের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। তারা জনবিচ্ছিন্ন। এ জন্য দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে চাইছে। কিন্তু জনগণ রায় দিয়েছে, নির্দলীয় সরকার ছাড়া তারা কোনো নির্বাচন মেনে নেবে না।
সরকার ভিন্ন লেবাসে একদলীয় শাসন বাকশাল কায়েম করতে চায়। কিন্তু নির্দলীয় সরকার ছাড়া জনগণ কোনও নির্বাচন মেনে নেবে না। কর্মীদের আন্দোলনের জন্য ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়ে তিনি বলেন, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি মানতে সরকারকে বাধ্য করতে হবে।
তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকারের দাবি না মানলে বর্তমান সরকারের বিরুদ্ধে জনগণকে নিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।
তিনি আগামী ২২ সেপ্টেম্বর দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জনসভা সফল করার জন্য নেতাকর্মীদের আহবান জানান।
সভায় আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি হাফিজুর রহমান হেলাল, এ্যাড.গোলাম মহম্মদ, সিনিয়র যুগ্ম সম্পাদক খন্দকার সাজেদুর রহমান বাবলু, যুগ্ম সম্পাদক মাহমুদুর রহমান আল কাদেরী, এস এম ওমর ফারুক, কেন্দ্রিয় তাতীদলের নির্বাহী সদস্য মির্জা মোস্তফা জামান, আসলাম উদ্দিন, জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক এ্যাড.শামীম উল হাসান অপু, শ্মাসুজ্জাহিদ, ক্রিড়া সম্পাদক আল আমিন কানাই, যুব বিষয়ক সম্পাদক মেজবাউর রহমান পিন্টু, ছাত্র বিষয়ক সম্পাদক আব্দুল মঈদ বাবুল, জেলা তাতীদলের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, সহ-সভাপতি আনিসুর রহমান লালু, আশরাফুল ইসলাম রাজা, দৌলতপুর তাতীদলের সভাপতি অধ্যাপক রবিউল ইসলাম খান, সহ-সভাপতি কেএম ইমদাদুল হক, সাধারণ সম্পাদক সেলিম রেজা, সাংগঠনিক সম্পাদক নজিবুল ইসলাম খান মিনার, কুমারখালী থানা তাতীদলের আহবায়ক হাজী মনোয়ার হোসেন, খোকসা তাতীদলের আহবায়ক সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম, পৌর তাতীদলের আহবায়ক ইছামত জোয়ার্দার, কুমারখালী পৌর তাতীদলের যুগ্ম আহবায়ক মনোয়ার হোসেন, সদর থানার তাতীদলের সাধারণ সম্পাদক ইউসুফ আলী, মিরপুর থানা তাতীদলের আহবায়ক আলফাজ উদ্দিন, যদুবয়রা তাতীদলের আহবায়ক নুরুল ইসলাম, যুগ্ম আহবায়ক হাজী আব্দুস সাত্তার, পোরাদহ ইউপি আহবায়ক শাহিনুজ্জামান শহীন শেখ, জেলা মহিলাদল নেত্রী নিলুফা আকতার নাসরিন টুকটুকি, জেলা সেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক অধ্যাপক নুরুল ইসলাম আসাদ, কুষ্টিয়া শহর যুবদলের সহ-সভাপতি প্রকৌশলী আশরাফ আলী, সাধারণ সম্পাদক মঞ্জুরুল হাসান কুটি, জেলা ছাত্রদলেরর সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল হাকিম মাসুদ, সরকারী কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফুজ্জামান বাপ্পী, শহর ছাত্রদলের সভাপতি মাহফুজুর রহমান মিথুন প্রমুখ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন