শুক্রবার, সেপ্টেম্বর ২৭, ২০১৩

কুমারখালীর কয়ায় সপ্তাহ ব্যাপি গরু মোটা তাজাকরণ প্রশিক্ষনের উদ্বোধন

নিশান আহমেদ শাহীন : আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে যুব সমাজকে সচেতনতাবোধ জাগরনের মধ্যদিয়ে কর্মসংস্থান ও আত্বকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কুমারখালী যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্দ্যোগে ভ্রাম্যমান প্রশিক্ষণের আওতায় ৭ দিনব্যাপি গরু মোটা তাজাকরন প্রশিক্ষনের উদ্বোধন করা হয়। গতকাল সকাল ১০ টায় কয়া মহাবিদ্যালয়ের হলরুমে আনুষ্ঠানিক ভাবে এলাকার যুব সমাজকে এ কার্যক্রমে উদ্বুদ্ধ করে বেকারত্ব দূরিকরনে উপযুক্ত দিক্ষা নেয়ার আহ্বান জাননো হয়। উক্ত অনুষ্ঠানে কুমারখালী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আব্দুল হালিম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস এম সামছুল আলম ইম্প্যাক্ট প্রকল্প যুব উন্নয়ন অধিদপ্তর ঢাকা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব হারুনর রশিদ অধ্যক্ষ কয়া মহাবিদ্যালয়, জনাব রিয়াজুল আলম, সহকারী পরিচালক কুষ্টিয়া যুব উন্নয়ন অধিদপ্তর, মোঃ খন্দকার আরিফুজ্জামান আরিফ কেডিট সুপারফাইজার কুমারখালী যুব উন্নয়ন অধিদপ্তর। প্রধান অতিথী তার বক্তব্যে বলেন বাংলাদেশ একটি জনশক্তি সমৃদ্ধ উন্নয়নশীল দেশ। এ জনশক্তিকে উপযুক্ত জ্ঞান দানের মধ্য দিয়ে জনসম্পদে পরিণত করতে হবে। আমাদের দেশে জনসংখ্যার তুলনায় কর্মসংস্থানের অনেক অভাব রয়েছে। যার ফলে বেকারত্ব বেড়েই চলেছে, আর এই বেকারত্ব থেকে হতাশার সৃষ্টি হচ্ছে। যার প্রভাবে যুবসমাজ বিভিন্ন অপরাধ মূলক কর্মকান্ডে জরিয়ে পরছে। বিপর্যস্ত হচ্ছে দারুনভাবে। এজন্য বেকারত্ব ঘুচাতে যুব উন্নয়ন অধিদফতর সারাদেশে প্রশিক্ষন কার্যক্রম অব্যাহত রেখেছে। অধিদপ্তর কর্তৃক পরিচালিত এ কার্যক্রমে এলাকার যুবসমাজের স্বতস্ফুর্ত অংশগ্রহণ কামনা করা হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন