শুক্রবার, সেপ্টেম্বর ২৭, ২০১৩

কুমারখালীতে জামায়াতের ডাকে হরতাল পালন

কুমারখালী প্রতিনিধি : কুমারখালী উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর, বাগুলাট ইউনিয়নের বার-বার নির্বাচিত জনপ্রিয় চেয়ারম্যান মাওলানা সামছুদ্দিন আহম্মদকে মিথ্যা মামলায় গ্রেফতারের প্রতিবাদে এবং তার নিঃশর্ত মুক্তির দাবীতে গতকাল বৃহস্পতিবার জেলার কুমারখালীতে অর্ধদিবস হরতাল পালিত হয়। হরতাল সফল করতে বুধবার দুপুরে ইসলামী ছাত্রশিবির শহরে বিক্ষোভ মিছিল বের করে। গতকাল সকালে কুষ্টিয়া রাজবাড়ী সড়কে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা পিকেটিং করেছে। জিলাপিতলা, ময়েন মোড় ও গড়াই ব্রীজের পূর্বপার্শ্বে টায়ার জালিয়ে পিকেটিং করার সময় পুলিশ বাধা দিলে পিকেটাররা ছত্রভঙ্গ হয়ে যায়। সকাল থেকেই শহর ও গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন ছিল। পুলিশের গাড়ির টহলও ছিল উল্লেখ্য করার মত। হরতাল চলাকালে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটলেও বুধবার দিনগত রাতে বোর্ড অফিস রেল ক্রসিং-এ লালন পরিবহনের একটি বাস ভাংচুর করা হয়। সড়কের অধিকাংশ দোকান-পাট বন্ধ থাকলেও বিভিন্ন অফিস, ব্যাংক, শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিতি ছিল কম।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন