শুক্রবার, সেপ্টেম্বর ২৭, ২০১৩

কুষ্টিয়ায় পপুলার লাইফ ইন্সুরেন্সের ১৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আব্দুম মুনিব : বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে কুষ্টিয়ায় পপুলার লাইফ ইন্সুরেন্সের ১৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। গতকাল সকাল ১০ টায় এনএস রোডের লাভলি টাওয়ারে পপুলার লাইফ ইন্সুরেন্সের কুষ্টিয়া কার্যালয়ে আলোচনা সভায মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু হয়। আলোচনা সভায় পপুলার লাইফ ইন্সুরেন্সের কুষ্টিয়া সার্কেল প্রধান এসএম হুমায়ুন কবিরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়া সরকারী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ বিশিষ্ট শিক্ষাবীদ প্রফেসর মুজিবর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন এ জি এর বিভাগীয় হিসাব রক্ষন অফিসার হাবিবুর রহমান, পপুলার লাইফ ইন্সুরেন্সের কুষ্টিয়ার ডিপিডি এসএম দীন মোহাম্মাদ, এপিডি আনিসুজ্জাম লালন, পপুলার লাইফ ইন্সুরেন্সের আইডিপিএস প্রকল্পের এপিডি আব্দুল হান্নান, পপুলার লাইফ ইন্সুরেন্সের আল বারাকা ইসলামী ডিপিএসএর ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর রেজাউর রহমান, পপুলার লাইফ ইন্সুরেন্সের ইসলামী বীমা তাকাফুল প্রকল্পের জোনাল ইনচার্জ মিজানুর রহমান খান প্রমুখ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর মুজিবর রহমান বলেন, উন্নত বিশ্বে ইন্সুরেন্সের মাধ্যনে আজ এগিয়ে গেছে তাই প্রতিটি মানুষের একটি বীমা থাকলে ভ্যবিষ্যতে তাদের পরিবারে সচ্ছলতা আসে।
তিনি বলেন, ইন্সুরেন্স দেশের প্রতিটা মানুষের বাধ্যতামূলুক করা উচিৎ এতে দেশ উন্নতি হবে।
আলোচনা সভা শেষে বেলুন ও পায়রা উড়িয়ে ১৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
এরপর একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন