রবিবার, নভেম্বর ৩০, ২০১৪

মুক্তির উদ্যোগে পানি ও সেচ বিষয়ক পাবলিক হেয়ারিং অনুষ্ঠিত

গতকাল মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার উদ্যোগে একশন এইড বাংলাদেশের সহযোগিতায় নারীর ক্ষমতায়ন প্রকল্প এল আর পি-৩৮ বেলা ১১.০০ টায় ৫ নং রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে স্থানীয় পর্যায়ে পানি ও সেচ সমস্যা বিষয়ে গণশুনানি এবং কমিউনিটি নেতৃত্বে অংশগ্রহণে কমিটি গঠন করা ও জনগনের সংপৃক্তের সুযোগ সৃষ্টির বিষয়ে পাবলিক হেয়ারিং অনুষ্ঠিত হয়। হেয়ারিং সভায় সভাপতিত্ব করেন ৫ নং রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াজুল হক। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলার চেয়ারম্যান মো: ফিরোজ আল মামুন। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুক্তি নারী ও উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মমতাজ আরা বেগম; দৌলতপুর উপজেলার বি আর ডি সি ইঞ্জিনিয়ার মো: রকিবুল হোসেন। স্বাগত বক্তব্য রাখেন মুক্তির প্রশিক্ষণ সমন্বয়কারী কাজী শফিউল্লাহ। প্রকল্প ভিত্তিক আলোচনা করেন নারীর ক্ষমতায়ন প্রকল্পের ম্যানেজার জীবন্নাহার। পাবলিক হেয়ারিং এ অংশগ্রহণকারীদের মধ্য থেকে প্রশ্ন করেন, নাজিম প্রধান সমাজ সেবক; শিক্ষক আমজাদ হোসেন; শিক্ষক রিফাজ উদ্দীন; শিক্ষক রবিউল আউয়াল; হাবিবুর রহমান সমাজ সেবক; চামেলি খাতুন নারী কৃষানী; মর্জিনা খাতুন নারী কৃষানী; আম্বিয়া খাতুন; ও সুজিনা খাতুন। পাবলিক হেয়ারিং সঞ্চালক ছিলেন,
মুক্তির প্রোগ্রাম কো-অর্ডিনেটর জায়েদুল হক মতিন। সার্বিক সহযোগিতা করেন প্রকল্পের প্রোগ্রাম অফিসার রকিবুল ইসলাম কর্নেল, সুমন, মিলন, তন্নি, আন্নি ও মনোয়ারা। প্রেস বিজ্ঞপ্তি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন