রবিবার, নভেম্বর ৩০, ২০১৪

কালুখালীর তোফাদিয়ায় মহিলাদের স্তন ও জরায়ুমুখ ক্যান্সারের প্রতিরোধ ও সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীর কালুখালী উপজেলার তোফাদিয়া গ্রামে গতকাল শনিবার দুপুর ১২টায় এডিশনাল ডিআইজি খন্দকার রফিকুল ইসলামের বাসভবনে বাংলাদেশ মহিলা পরিষদ পাংশা উপজেলা শাখার আয়োজনে মহিলাদের স্তন ও জরায়ুমুখ ক্যান্সারের প্রতিরোধ ও সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়। পাংশা উপজেলা শাখার বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি সাহিদা রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদের পাংশা উপজেলার সাধারণ সম্পাদিকা দিল রওশনআরা (কাকলী), সদস্য মাহফুজা খাতুন, প্রধান শিক্ষক, পাংশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খন্দকার     মোস্তাফিজুর রহমান, সহকারী অধ্যাপক, রাজবাড়ী সরকারি কলেজ, খন্দকার হাফিজুল ইসলাম, সহকারী অধ্যাপক, রাজবাড়ী সরকারি কলেজ, খন্দকার শফিকুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, শিখা খাতুন, প্রভাষক, কালুখালী ডিগ্রি কলেজ, ফেরদৌসী বেগম, সহকারী শিক্ষিকা, কসবামাজাইল নাদের হোসেন উচ্চ বালিকা বিদ্যালয়, মোঃ বছির আহম্মেদ, সহকারী শিক্ষক, পাংশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়। উক্ত সভায় মহিলাদের স্তন ও জরায়ু ক্যান্সার প্রতিরোধ ও সচেতনতামূলক অনুষ্ঠানে বাংলাদেশে মহিলাদের অসেচতনতার কারণে লক্ষ লক্ষ মানুষ
এই ক্যান্সারগুলিতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করছে এবং গোটা পরিবারকে বিপদগামী করে তুলছে। সেকারণে বাংলাদেশ মহিলা পরিষদ পাংশা উপজেলা শাখার উদ্যোগে দীর্ঘদিন থেকে স্তন ও জরায়ূ ক্যান্সার সহ মানবদেহে ক্যান্সার প্রতিরোধের উপর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান হাট-বাজার সহ বিভিন্ন ক্ষেত্রে বাংলা মহিলা পরিষদ ক্যান্সারের প্রতিরোধ সচেতনতামূলক এই কর্মসূচী পালন করে চলেছে। এসময় কালুখালী উপজেলা রতনদিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার শাওন শারমিন তোফঅদিয়া গ্রাম ও আশপাশ অঞ্চলের শতাধিক মহিলাদের স্তন ও জরায়ুমুখ ক্যান্সারের উপর প্রতিরোধ ও সচেতনতার উপর দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন