রবিবার, নভেম্বর ৩০, ২০১৪

গাংনীর গাঁড়াডোব মাধ্যমিক বিদ্যালয়ের অবৈধ শিক্ষক নিয়োগ বাতিলের দাবীতে মানবন্ধন

গাংনী প্রতিনিধি : গাংনীর গাঁড়াডোব মাধ্যমিক বিদ্যালয়ে অবৈধভাবে নিয়োগ করা শিক্ষককে বাতিল, প্রধান শিক্ষক কর্তৃক আত্মসাৎ করা উপবৃত্তির টাকা ফেরত ও দূর্ণীতিবাজ প্রধান শিক্ষকের অপসারনের ৃদাবীতে মানব বন্ধন করেছে এলাকাবাসি ও অভিভাবকরা। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যদের আয়োজনে আজ শনিবার সকাল ১১ টার সময় মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাঁড়াডোব বাজার এলাকায় প্রায় আধা ঘন্টা ব্যাপি দীর্ঘ এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানব বন্ধন চলাকালিন সময়ে প্রধান শিক্ষক আব্দুল মান্নানের অপসারনের দাবীতে বক্তব্য রাখেন, ম্যানেজিং কমিটির সদস্যআবুল কাশেম, আব্দুল বারী, আবু বক্কর স্থানীয় গন্যমান্য ব্যাক্তি ইকতার আলী, আলতাব হোসেন, মফিজুল ইসলাম, আব্দুর রাজ্জাক, স্থানীয় যুবলীগ নেতা টোকন। এর আগে বিদ্যালয়ে অবৈধভাবে মোটা অংকের টাকা নিয়ে বাণিজ্যের মাধ্যমে নিয়োগকরা ২ জন শিক্ষককে বাতীলের দাবীতে ম্যানেজিং কমিটির সদস্য আবুল কাশেম বাদী হয়ে মেহেরপুর কোর্টে একটি মামলা দায়ের করেছেন। যার নং ৯৮/১৪। উল্লেখ্য,
 মোটা অংকের নিয়োগ বাণিজ্যের মাধ্যমে গাঁড়াডোব মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের ছেলেসহ ২ জন শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। এর প্রতিবাদে এর আগে সাংবাদিক সম্মেলন ও বিদ্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছিল এলাকাবাসি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন