রবিবার, নভেম্বর ৩০, ২০১৪

মেহেরপুরে পরিবেশকের টাকা ছিনতাই আলগামন চালক আটক : ছিনতাই হওয়া টাকা উদ্ধার

মেহেরপুর প্রতিনিধি :  ছিনতাই নাটকের একদিন পর ১৩ হাজার টাকাসহ প্রতারক আলগামন চালক রাসেল (২০) কে আটক করেছে মেহেরপুর সদর থানা পুলিশ। শুক্রবার সন্ধ্যার দিকে রাসেলকে তার বাড়ি থেকে আটক করার পর তার স্বীকারোক্তী মোতাবেক শশুর বাড়ি গাংনী উপজেলার চিৎলা গ্রামের ঝান্টু ডাকাতের বাড়ি থেকে ১৩ হাজার টাকা উদ্ধার করা হয়। বাকী টাকা উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত। রাসেল মেহেরপুর শহরের গোরস্থান পাড়া এলাকার ছেলে। এর আগে শুক্রবার বিকালের দিকে রাসেলের স্ত্রী ঝুমুর খাতুন (১৮) ও তার শাশুড়ী ঝন্টু ডাকাতের স্ত্রী আনিছন নেছাকে সদর থানার উপপরিদর্শক (এসআই) কামাল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টীম চিৎলা গ্রামে অভিযান চালিয়ে আটক করে সদর থানায় নেন।  সদর থানার উপপরিদর্শক (এসআই) কামাল হোসেন বাংলানিউজকে জানান, মেহেরপুর গোরস্থানপাড়া এলাকার জামাল উদ্দীনের ছেলে রাসেল দীঘিরপাড়া এলাকার শরীফুল ইসলামের ছেলে সুমন মেহেরপুর শহরের প্যরাস্যুটের পরিবেশক খোকন স্টোরের কর্মচারী। গত বৃহস্পতিবার সন্ধ্যার দিকে গাংনী উপজেলার বিভিণœ এলাকা থেকে ১ লাখ ৩২ হাজার টাকা উত্তোলন করে ফেরার সময় ছিনতাই নাটক তৈরী করে। পরে খোকনের স্টোরের মলিক খোকন সদর থানায় একটি ছিনতাই মামলা দায়ের করেন। যার নং ৩১ তারিখ-২৭-১১-১৪ ইং। এ ঘটনায় খোকন স্টোরের নিজস্ব আলগামন
চালক রাসেলকে পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদ করলে ছিনতাই নাটকের কথা স্বীকার করে। তার স্বীকারোক্তী মোতাবেক অভিযান চালিয়ে টাকা উদ্ধার করা হয়। টাকা উদ্ধারের পর জিজ্ঞাসাবাদ শেষে রাসেলের স্ত্রী ঝুমুর ও শাশুড়ী আনিছন নেছাকে ছেড়ে দেওয়া হয়েছে। আটক রাসেলকে আগামীকাল রবিবার সকালের দিকে আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে প্রেরণ করা হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন