রবিবার, নভেম্বর ৩০, ২০১৪

শীতের তীব্রতা যতই বৃদ্ধি পাচ্ছে ততই জমে উঠছে পুরাতন গরম কাপড়ের বাজার

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ফলে সাধারণ মানুষের পক্ষে শীতের নতুন কাপড় ক্রয়ক্ষমতার বাইরে

আশরাফুল ইসলাম : কুষ্টিয়া শহরে শীতের তীব্রতা বাড়ার সাথে সাথে গরম কাপড়ের ব্যবসা জমে উঠতে শুরু করেছে। সেই সাথে ঠান্ডাজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশু, বৃদ্ধসহ নানা বয়সী মানুষ। বিপণী বিতান থেকে শুরু করে ফুটপাতের দোকানগুলোতে গরম কাপড় কেনার জন্য ভীড় জমাচ্ছে সকল বয়সী নারী-পুরুষ। শীতের তীব্রতা যতই বৃদ্ধি পাচ্ছে ততই জমে উঠছে পুরাতন গরম কাপড়ের বাজার। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ফলে সাধারণ মানুষের পক্ষে শীতের নতুন কাপড় ক্রয় করা কঠিন হয়ে পড়েছে, বিধায় নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের জন্য পছন্দের ফুটপাতের গরম কাপড়। সোয়েটার, জ্যাকেট, কম্বল, মাফলার, মোটা গেঞ্জি, চাদর, বিক্রি হচ্ছে রীতিমত। তবে শো রুমের গরম কাপড় ও কম্বলগুলোর মূল্য বেশি বলে ক্রেতারা জানিয়েছে। শহরের ফুটপাতের পাশাপাশি গ্রামের হাট-বাজার গুলোতেও ফুটপাতে বিক্রিয় হচ্ছে পুরাতন গরম কাপড়। ফুটপাতের এসব দোকানগুলোতে ৫০ থেকে ২৫০ টাকার মধ্যে ভাল ভাল গরম কাপড় পাওয়া যাচ্ছে। তবে কুষ্টিয়া শহরে সর্বত্র শীতের
আগমনের সাথে সাথে নানা রকম ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশু সহ বিভিন্ন বয়সী মানুষ। এজন্য সদর হাসপাতালে রোগীর সংখ্যা আশংকাজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের অধিকাংশই দরিদ্র শ্রেণীর। কারণ তারা টাকার অভাবে সঠিক সময়ে শীতের কাপড় কিনতে পারিনি। এসব অসহায় পরিবারের জন্য শীতবস্ত্র বিতরণ করা সময়ের দাবি হয়ে উঠছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন