রবিবার, নভেম্বর ৩০, ২০১৪

মুজিবনগরে প্রত্যাশা-২০২১ ফোরামের জাতীয় কাউন্সিল

ক্ষুধা ও দারিদ্র মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষে প্রত্যাশা ২০২১ ফোরাম কাজ করে যাচ্ছে
---------- ব্যারিষ্টার আমিরুল

আকতারুজ্জামান, মেহেরপুর : প্রত্যাশা ২০২১ ফোরামের সপ্তম জাতীয় কাউন্সিল ২০১৪ শুক্রবার বিকালে মুজিবনগর কমপ্লেক্সর শেখ হাসিনা মঞ্চে অনুষ্ঠিত হয়েছে। পরে একই মঞ্চে “আমার স্বপ্নের বাংলাদেশ” শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়। একুশে ফোরামের সভাপতি মাহিদুল হক খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠিত নাগরিক সমাবেশে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন সংবিধান প্রণেতা ও বিশিষ্ট সিনিয়র আইনজীবি ব্যারিষ্টার এম আমিরুল ইসলাম। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, রুপালী ব্যাংকের মহাব্যবস্থাপক (জিএম) ড. আহমেদ আলী কবীর। নাগরিক সমাবেশে প্রধান অতিথি’র বক্তব্যে ব্যারিষ্টার এম আমিরুল ইসলাম বলেন, ক্ষুধা ও দারিদ্র মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষে প্রত্যাশা ২০২১
ফোরাম কাজ করে যাচ্ছে। প্রত্যাশা ২০২১ ফোরামের সদস্য সচীব আতাউর রহমানের সঞ্চালনায় নাগরিক সমাবেশে দেশের বিশিষ্ট জনেরাও বক্তব্য এবং মতামত তুলে ধরেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন