রবিবার, নভেম্বর ৩০, ২০১৪

বাংলাদেশ পৌর কর্মকর্তা-কর্মচারী ফেডারেশনের কুষ্টিয়া জেলা শাখার সম্মেলন সম্পন্ন

সভাপতি আমান উল্লাহ ॥ সাধারণ সম্পাদক শামীম আহমেদ বাবু

বাংলাদেশ পৌর কর্মকর্তা-কর্মচারী ফেডারেশনের কুষ্টিয়া জেলা শাখার সম্মেলন সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার কুষ্টিয়া পৌরসভার ম. আ. রহিম মিলনায়তনে এই সম্মেলন অনুষ্টিত হয়। অনুষ্ঠানে   কুষ্টিয়া পৌরসভার এমপ্লয়িজ ইউনিয়নের সভাপতি গোলাম সারয়ার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সচিব কামাল উদ্দিন। এছাড়া কুষ্টিয়া, ভেড়ামারা, মিরপুর, কুমারখালী ও খোকসা পৌরসভার এমপ্লয়িজ ইউনিয়নের নেতৃবৃন্দ। সম্মেলনে বক্তারা বলেন, পৌরবাসীর সার্বিক চাহিদা তথা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রয়োজনীয় সকল প্রকার নাগরিক সেবা যারা দেয়, সূর্যোদয় থেকে গভীর রাত্রি এমনকি ঝড়-বৃষ্টি, দুর্যোগপূর্ণ আবহাওয়া, অমানিশার অন্ধকারে, ঈদ, পূজা ও যেকোন ধর্মীয় দিনেও নিরন্তর সেবায় নিয়োজিত পৌরসভার অবহেলিত কর্মকর্তা-কর্মচারীবৃন্দ যারা শ্রম-ঘাম, জীবন-যৌবন দিয়ে নিজেদেরকে নিঃশেষ করছে। বক্তারাও বলেন, কিন্তু বাংলাদেশের অধিকাংশ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীগণ মাসের পর মাস বেতন না পেয়ে পরিবার-পরিজন নিয়ে অর্দাহারে অনাহারে জীবন-যাপন করে। এই সেবায় নিয়োজিত মানুষ গুলো আর্থিক অনটনের কারণে প্রতিনিয়ত সমাজের কাছে হেয় প্রতিপন্ন হচ্ছে। এমনকি চাকুরী শেষে যখন অবসরে যান তখন তাদেরকে রিক্ত হাতে পৌরসভা থেকে বিদায় নিতে হয়। চাকুরীরত অবস্থায় মৃত্যুবরণ করলে এ সমস্যা আরো প্রকট হয়ে দাঁড়ায়। কর্মকর্তা-কর্মচারীর স্ত্রী-পুত্র পাওনা অর্থ পাওয়ার জন্য দিনের পর দিন পৌরসভায় ঘুরতে হয়। কখনো বা কিস্তিতে কিস্তিতে যে সামান্য টাকা পান সংসারের কয়েক দিনের খরচ মিটাতে তা শেষ হয়ে যায়। পরবর্তী প্রজন্মের সাবলম্বী হওয়ার কোন সুযোগই থাকে না। বক্তারা দুঃসহ ও মর্মান্তিক এ অবস্থা থেকে মুক্তি পাবার লক্ষ্যে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের প্রাণের দাবী সরকারী কোষাগার থেকে বেতন-ভাতাদী সহ অবসর সুবিধা (পেনশন-গ্রাচুইটি ইত্যাদি) বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহবান করেন। আলোচনা সভা পরিচালনা করেন কুষ্টিয়া পৌরসভার এমপ্লয়িজ ইউনিয়নের সাধারণ সম্পাদক একরামুল হক। আলোচনা সভার শেষে বাংলাদেশ পৌর কর্মকর্তা-কর্মচারী ফেডারেশনের কুষ্টিয়া জেলা শাখায় সভাপতি আমান
উল্লাহ এবং শামীম আহমেদ বাবুকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়। অন্যান্য সদস্য হলেন, সহ-সভাপতি আমিমুল এহসান, রফিকুল ইসলাম, যুগ্ম-সম্পাদক শফিকুর রহমান আজম, সাংগাঠনিক সম্পাদক আলতাফ হোসেন, প্রচার সম্পাদক আরিফুল ইসলাম, দপ্তর সম্পাদক জহরত আরা, অর্থ সম্পাদক সাইদুল ইসলাম, সদস্য মনিরুজ্জামান টুটুল, রেজাউল করিম, মহাদেব চন্দ্র ঘোষ, হুমায়ন কবির, সাজ্জাদ আহমেদ, সিরাজুল আলম, রবজেল হোসেন ও মজিবর রহমান।   সংবাদ বিজ্ঞপ্তি

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন