শুক্রবার, ডিসেম্বর ২৬, ২০১৪

কুমারখালীতে খৃষ্টধর্মালম্বীদের শুভ বড়দিন উদযাপিত


শরীফুল ইসলাম কুমারখালী : কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার বাটিকামারা মধ্যপাড়ায় ফেইড বাইবেল চার্চ এ খৃষ্টধর্মালম্বীদের শুভ বড়দিন যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়। গতকাল ২৫ শে ডিসেম্বর ছিল যীশু খৃষ্টের জন্ম দিন। খৃষ্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। বাংলাদেশের অন্যান্য অঞ্চলের মতো উপজেলার বাটিকামারা মধ্যপাড়ায় ফেইড বাইবেল চার্চ এ সকাল থেকেই চার্চের পালক ডেভিড ফজলু, বিশেষ অতিথি শুভ, ফারুক ও মনোয়ার ধর্মীয় আলোচনা করেন এ সময় আলোচক বৃন্দ বলেন শুভ বড়দিনের শুভেচ্ছা। পবিত্র বাইবেল’র লুক ২:১-১২ অনুচ্ছেদে সরল ও সুন্দর ভাষায় আমাদের কাছে যীশুর জন্মের সুখবর প্রকাশ করে। যীশুর জন্ম মানুষের ইতিহাসে শ্রেষ্ঠতম ঘটনা। যীশুর জন্মের চিহ্নস্বরূপ পুরাতন বছরের পঞ্জিকা বাতিল করা হয় এবং মানুষের ইতিহাসে নব-বর্ষের সূচনা হয়, যা আজ পর্যন্ত সকল জাতি অনুসরণ করে আসছে। আলোচনা শেষে দেশ ও দশের মঙ্গল কামনা করে বিশেষ প্রার্থনা শেষে বেলা ১.৩০ মিঃ সময় মহা মানব যীশু খৃষ্টের জন্ম দিন উপলক্ষে সবাইকে ফুলেল শুভেচ্ছা জানান ও অন্যান্য খৃষ্টান সম্প্রদায়ের অনুসারীদের সঙ্গে নিয়ে কেক কাটেন। এ সময় বিভিন্ন শ্রেণীপেশার আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন