শুক্রবার, ডিসেম্বর ২৬, ২০১৪

কুষ্টিয়ায় দ্যা স্কলার্স ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

কুষ্টিয়ার দ্যা স্কলার্স ফাউন্ডেশনের বার্ষিক বৃত্তি পরিক্ষা গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। জেলার ৬টি উপজেলার ২২৮৭ জন শিক্ষার্থী এই পরিক্ষায় অংশ গ্রহন করেছে। গতকাল সকাল ১০টা থেকে শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত পরিক্ষা অনুষ্ঠিত হয়। শান্তিপুর্ণ পরিবেশে শহরের চাঁদ সুলতানা বালিকা বিদ্যালয়, কুষ্টিয়া হাইস্কুল ও কুষ্টিয়া কুওয়াতুল ইসলাম আলিয়া মাদ্রাসা কেন্দ্রে এ পরিক্ষা অনুষ্ঠিত হয়।  পরিক্ষা চলাকালীন পরিক্ষা কেন্দ্র পরিদর্শন করেন  ইসলামী বিশ্বদ্যিালয়ের দাওয়া এন্ড ইসলামিক ষ্টাডিজ বিভাগের প্রফেসর ড. আবুল কালাম পাটোয়ারী, একই বিভাগের শিক্ষক প্রফেসর ড. আহসানউল্লাহ ফয়সাল, উপদেষ্টা এ্যাড. শেখ আজিজুর রহমান,কাজী আব্দুল মজিদ, পরিচালক মুস্তাফিজুর রহমান ও সদস্য সচিব উসমান গণি। উল্লেখ্য, দ্যা স্কলার্স ফাউন্ডেশন প্রতি বছর জেলার ৫ম থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থীদের জন্য বৃত্তি পরিক্ষার আয়োজন করে প্রতি বছরই দুই শতাধিক শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করে আসছে। প্রেস বিজ্ঞপ্তি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন