শুক্রবার, ডিসেম্বর ২৬, ২০১৪

বালিয়াকান্দিতে লাইগেশন করায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি

রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীর বালিয়াকান্দি হাসপাতালে এক ব্যাক্তিকে লাইগেশন করায় অসুস্থ হয়ে হাসপাতালে বৃহস্পতিবার ভর্তি হয়েছে। ওই ব্যাক্তির নাম রথীন মন্ডল ওরফে পাগল রথীন (২৭) তার পিতার নাম রামপদ মন্ডল। বাড়ী উপজেলার জঙ্গল ইউনিয়নের জঙ্গল ঠাচাপাড়া গ্রামে। তাকে বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন রথীন মন্ডল জানায়, এক বছর পুর্বে রনজিৎ
দালালের মাধ্যমে তার স্ত্রী আমদানী মন্ডলকে স্থানীয় স্বাস্থ্যকর্মীর মাধ্যমে বালিয়াকান্দি হাসপাতালে লাইগেশন করায়। গত ৮ ডিসেম্বর বালিয়াকান্দি হাসপাতালে এনে তাকেও লাইগেশন করানো হয়। তাকে ১ হাজার টাকা দিলেও দালাল রনজিৎ তার কাছ থেকে টাকা নিয়ে যায়। লাইগেশনের ফলে অসুস্থ হয়ে পড়লে স্থানীয় পল্লী চিকিৎসককে দেখায়। সে হাসপাতালে ভর্তি হতে বললে ভর্তি না হয়ে বাড়ীতে থাকে। এখন বেশি অসুস্থ হয়ে পড়ার ফলে বৃহস্পতিবার তাকে বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এব্যাপারে স্বাস্থ্য সহকারীর মুঠোফোন-০১৯২৬-০৫৪৬৮২ যোগাযোগের জন্য একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিপ করার পর সাংবাদিক পরিচয় পেয়ে ফোন কেটে দেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন