শুক্রবার, ডিসেম্বর ২৬, ২০১৪

কুষ্টিয়ায় বিটিভি’র সুবর্ণজয়ন্তীতে র‌্যালী ও আলোচনা সভা


ষ্টাফ রিপোর্টার : বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)’র ৫০বছর পুর্তি উপলক্ষে কুষ্টিয়ায় বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কুষ্টিয়া জেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার সকাল ১০টায় কুষ্টিয়া পাবলিক লাইব্রেরী চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় পাবলিক লাইব্রেরীতে গিয়ে শেষ হয়। সেখানে উদ্বোধন শেষে আলোচনা সভায় বক্তব্য রাখেন, কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন।  এসময় তিনি বলেন, বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) দীর্ঘপথ পরিক্রমার মধ্য দিয়ে সুবর্ণ জয়ন্তী পালন করছে। আশা করি বিটিভি দেশ ও মানুষের পক্ষে কথা বলার মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনাকে উজ্জল করবে। তিনি আরও বলেন, বিটিভি জাতীয় প্রতিষ্ঠান হিসেবে জাতির কাছে দায়বদ্ধ। তাই বিটিভিকে অন্যান্য চ্যানেলকে অনুসরণ করে নয়, জাতির কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্যকে অনুসরণ করে সামনে দিকে এগিয়ে যেতে হবে। বিটিভির কুষ্টিয়া জেলা সংবাদ প্রতিনিধি আবদুর রশীদ চৌধুরীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা সিনিয়র তথ্য অফিসার মোঃ তৌহিদুজ্জামান, জেলা পরিসংখ্যান অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ সাদ্দাম হোসেন খান, বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক ও জেলা শাখার সভাপতি মতিউর রহমান লাল্টু, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, শহর আওয়ামীলীগের সভাপতি তাইজাল আলী খান, কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব। সভাপতির বক্তব্যে বিটিভির কুষ্টিয়া জেলা সংবাদ প্রতিনিধি আবদুর রশীদ চৌধুরী বলেন, পাকিস্তান টেলিভিশন নামে ১৯৬৪ সালের ২৫ ডিসেম্বর ডিআইটি ভবনে পথ চলা শুরু হয় আজকের বাংলাদেশ টেলিভিশনের। যা বিটিভি নামে পরিচিত। আজকের এই দিনে (২৫ ডিসেম্বর ২০১৪) বিটিভি ৫০ বছরে পূর্ণ করলো। একটা সময় বাংলাদেশে যখন কোনো টিভি চ্যানেল ছিলো না, তখন এ দেশের মানুষের বিনোদনের অন্যতম মাধ্যম ছিল এই বিটিভি। সময় পাল্টেছে বদছে বিনোদনের মাধ্যম। আমি একটানা ৩৩বছর এই বিটিভিতে কুষ্টিয়া জেলা সংবাদ প্রতিনিধি হিসেবে কাজ করে আসছি। আগে বিটিভি সাদাকালো ছিলো কিন্তু আস্তে আস্তে সেসব পরিবর্তন হয়ে রঙিন হয়েছে। আগে আমি অনেক কষ্ট করে সংবাদ সংগ্রহ করেছি এবং সংবাদ পাঠানো লাগতো। অথচ এখন কত সহজেই সংবাদ পাঠানো সম্ভব হয়েছে। এসময় জেলার কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক, সরকারী কর্মকর্তা, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অন্যদিকে কুষ্টিয়া পাবলিক লাইব্রেরী মাঠে প্রতিদিন বিকেল থেকে রাত পর্যন্ত বড় পর্দায় বিটিভির বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের তথ্যচিত্র প্রদর্শণী করা হচ্ছে। সপ্তাহব্যাপী চলবে এই অনুষ্ঠান। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন