শুক্রবার, ডিসেম্বর ২৬, ২০১৪

কুষ্টিয়ায় ইসলামী আন্দোলনের দিনব্যাপী তালিম ও তারবিয়ত

স্টাফ রিপোর্টার : ইসলামী আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলা শাখার উদ্দোগে দিনব্যাপি তালিম ও তারবিয়ত অনুষ্ঠিত হয়েছে। বুধবার শহরের ফজলুল উলুম মাদ্রাসা সংলগ্ন বাইতুল করীম জামে মসজিদে দিনব্যাপী এ কর্মসূচি চলে। ইসলামী আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার সভাপতি বীরমুক্তি যোদ্ধা আলহাজ্ব আহাম্মদ আলীর সভাপতিত্বে তারবিয়ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের নায়েবে আমীর আলহাজ্ব হযরত মাওঃ হাফেজ আব্দুল আওয়াল। তিনি তার বক্ত্যবে ইসলামী আন্দালন কেন
করতে হবে, প্রতিটি মুসলমানের জন্য ইসলামী আন্দোলন কেন গুরুত্বপূর্ণ, দ্বীন প্রতিষ্ঠা হলে সমাজের মানুষ জুলম অত্যাচার থেকে রেহায় পাবে ইত্যাদি বিষয়ে আলোচনা করেন। এছাড়াও ইসলামী আন্দোলনের সাংগঠনিক মজবুতি, প্রচার ও প্রসারসহ বিভিন্ন দিকনির্দেশনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন স্থানীয় উলামায়ে কেরামগন। অনুষ্ঠান উপস্থাপনা করেন ইসলামী আন্দোলনের কুষ্টিয়া জেলা সেক্রেটারী আলহাজ্ব এলামুল হক এবং জয়েন্ট সেক্রেটারী হাফেজ মাওঃ তাওহীদুল ইসলাম। তারবিয়ত শেষে দোয়া পরিচালনা করেন আলহাজ্ব হযরত মাওলানা হাফেজ আব্দুল আওয়াল।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন