শুক্রবার, ডিসেম্বর ২৬, ২০১৪

কুমারখালীসহ বিভিন্ন থানায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল, দৌলতপুরে পুলিশি বাধা

স্টাফ রিপোটার : মুরতাদ লতিফ সিদ্দিকী সহ সকল নাস্তিকদের বিরুদ্ধে আগামী সংসদ অধিবেশনে সর্বোচ্চ শাস্তির আইন ফাসির বাস্তবায়নের লক্ষ্যে দেশব্যাপী থানায় থানায় বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে কুষ্টিয়ার কুমারখালী থানা শাখা ইসলামী আন্দোলন বাংলাদেশ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। বৃহস্পতীবার বাদ আছর উপজেলা জামে মসজিদ হতে বিক্ষোভ মিছিল পৌর শহরের প্রধান সড়ক ধরে হল বাজারস্থ বকচত্বরে সমাবেত হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলার সেক্রেটারী হাজী এনামুল হক প্রধান অতিথির বক্তব্য দেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমারখালী থানা শাখার সভাপতি ডাঃ গোলাম সরোয়ারের সভাপতিত্বে ইসলামী ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলা প্রচার সম্পাদক মোঃ গোলাম তাওহীদ, সদস্য মোঃ সালেহীন, কুমারখালী থানা শাখার সভাপতি মোঃ মিজানুর রহমান, খোকসা থানা সভাপতি মোঃ রাকিবুল ইসলাম, ইসলাম আন্দোলন বাংলাদেশ কুমারখালী থানা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা জুবায়ের, মুফতি হাবিবুর রহমান, মাওলানা নেহাজ উদ্দিন, শ্রমিক নেতা কারী আব্দুর রাজ্জাক, মুফতি মাহফুজ মোঃ মিজান মাষ্টার প্রমূখ। মোঃ মোস্তাফিজুর রহমানের পরিচালনায় দোয়া পরিচালনা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমারখালী থানার প্রশিক্ষণ সম্পাদক মুফতি আব্দুস সালাম। এদিকে একই দাবীতে বৃহস্পতিবার ইসলামী আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়ার মিরপুর থানার বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। মোঃ জুলহাস বিশ্বাসের সভাপতিত্বে এবং থানা দপ্তর সম্পাদক মোঃ রইচ উদ্দনের পরিচালনায় বক্তব্য রাখেন মাওঃ আঃ জলিল, আলহাজ্ব
সিরাজুল ইসলাম, ইশা ছাত্র আন্দোলনের জেলা সেক্রেটারী নাজমুস সালেহীন, মোঃ সরওয়ার উদ্দীন সহ আরও অনেকে।
ভেড়ামারা থানার বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। মাওঃ আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও মোঃ ফজলুল হক এর পিরচালনায় বক্তব্য রাখেন স্থানীয় উলামায়েকেরাম। অন্যদিকে দৌলতপুর থানায় বিক্ষোভ মিছিলে পুলিশি বাধার কারনে করা সম্ভব হয়নি বলে দলীয় সুত্রে জানা গেছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন