শুক্রবার, ডিসেম্বর ২৬, ২০১৪

মিরপুরে উপজেলা ও পৌর যুবদলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

গণআন্দোলন দমাতে সরকার আইন শৃঙ্খলা বাহিনীকে দলীয় ক্যাডারের ন্যয় ব্যবহার করছে : অধ্যাপক শহীদুল ইসলাম

স্টাফ রিপোর্টার : অবৈধ সরকার ক্ষমতা ধরে রাখার জন্য এবং জনগণের স্বতঃস্ফূর্ত আন্দোলন দমন করতে সহিংসতার আশ্রয় নিচ্ছে। গত কয়েকদিন ধরে সরকারের বিভিন্ন মন্ত্রীরা খালেদা জিয়ার বিরুদ্ধে বিভিন্ন অশালীন উক্তি করছেন। বকশি বাজারে বিএনপি’র নেতা কর্মীদের হামলার ঘটনায় তা মারাত্মকভাবে প্রকাশ ঘটেছে। এধরনের কর্মকান্ডের জন্য একদিন এ সরকারকেই দায় নিতে হবে। বৃহস্পতিবার সকাল ১০টায় কুষ্টিয়ার মিরপুর উপজেলা যুবদলের দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি’র বক্তব্যে কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের সাবেক সংসদ সদস্য, কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য ও জেলা বিএনপি’র সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক শহীদুল ইসলাম এসব কথা বলেন। তিনি আরো বলেন, সরকারের আসলে নৈতিক কোন ভিত্তি নেই বিধায়
তারা ভিন্নমতের লোকজনকে দমন-নিপীড়ন করছে। গণআন্দোলন দমাতে তারা আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করছে। সরকারের এমন কার্যকলাপে কোন অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হলে তার দায়ভার তাদের ওপরই বর্তাবে। তিনি আরো বলেন, ৫ই জানুয়ারীর নির্বাচন জনগণ প্রত্যাক্ষান করেছে। তারপরেও হাসিনা ওয়াজেদ নির্লজ্জ বেহায়ার মত সরকার গঠন করে স্বৈরশাসকের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আগামী আন্দোলনে দেশের বর্তমান এ স্বৈরশাসকের পতন নিশ্চিত করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে বাধ্য করা হবে। উপজেলা যুবদলের আহবায়ক আজাদুর রহমান (আজাদ) বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি’র বক্তব্য কুষ্টিয়া-৪ (খোকসা-কুমারখালী) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপি’র সভাপতি সৈয়দ মেহেদী আহমেদ রুমী বলেন, সরকার যত ষড়যন্ত্রই করুক না কেন জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করতে পারবে না। লাল সবুজের পতাকা রক্ষা করতে হলে আন্দোলনের বিকল্প নেই। অপরদিকে বিশেষ অতিথি’র বক্তব্যে কুষ্টিয়া-৩ সদর আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপি’র সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যক্ষ সোহরাব উদ্দিন বলেন, স্বৈরচার হাসিনা সরকার গণতন্ত্রকে গুলি করে হত্যা করেছে। আওয়ামীলীগ খুনির দল। গণতান্ত্রিক দেশে ভোট দেয়া ও মিছিল করার অধিকার সবার আছে কিন্তু এ সরকার সকল মিছিল মিটিং করা বন্ধ করে এরশাদ সরকারকেও হার মানিয়েছে। কুষ্টিয়া-১ আসনের সাবেক সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু বলেন, আগামী দিনের আন্দোলন সংগ্রামকে বেগবান করতে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করতে এ যুবশক্তি অগ্রনী ভূমিকা পালন করবে। তিনি আরো বলেন, গণআন্দোলন গড়ে তুলে অচিরেই এই স্বৈরচার হাসিনা সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে। সম্মেলনে প্রধান বক্তা ছিলেন, জেলা যুবদলের আহবায়ক মিরাজুল ইসলাম রিন্টু। ফুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএনপি নেতা খন্দকার টিপু সুলতানের সঞ্চালনে এসময় আরো বক্তব্য দেন, মিরপুর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল হক, সাংগঠনিক সম্পাদক রহমত আলী রব্বান, প্রচার সম্পাদক আব্দুর রশিদ, পৌর বিএনপি’র সভাপতি মতিনুল হক খাঁন হিরু চৌধুরী, উপজেলা কৃষকদলের সভাপতি আনছার আলী, পৌর বিএনপি’র সাধারন সম্পাদক ইব্রাহিম আলী, সাংগঠনিক সম্পাদক এনামুল হক বাবু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এ্যাড. শামীমুল হাসান অপু, ভেড়ামারা উপজেলা যুবদলের আহবায়ক জাহিদুল ইসলাম লাভলু মালিথা, দৌলতপুর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মুনতাজ, মিরপুর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম, পৌর যুবদলের আহবায়ক জামাল উদ্দিন, যুগ্ম আহবায়ক হাফিজুল ইসলাম জনি, উপজেলা ছাত্রদলের আহবায়ক সংগ্রাম খান জিল্লূ, যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক নাসিরুজ্জামান রানা প্রমুখ। এসময় উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি খন্দকার ওমর ফারুক কুদ্দুস, পৌর বিএনপি’র সহ সভাপতি আলহাজ্ব শহীদুল আলম বিশ্বাস, আশরাফুজ্জামান শাহীন, উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাদশা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাফিজুর রহমান বাবু, সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, বারুইপাড়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি খন্দকার লুৎফর রহমান, সাধারন সম্পাদক রবিউল ইসলাম মুকুল, প্রচার সম্পাদক রাশেদুর রহমান রঞ্জু, পোড়াদহ ইউনিয়ন বিএনপি’র সাধারন সম্পাদক এ্যাড. খন্দকার মেহেদী হাসান পলাশ, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক, ধুবইল ইউনিয়ন বিএনপি’র আহবায়ক আব্দুস সাত্তার, যুগ্ম আহবায়ক আব্দুল মান্নান, চিথলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন পিস্তুল, সাধারন সম্পাদক আব্দুল কুদ্দুস, ছাতিয়ান ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক দাউদ হোসেন, মালিহাদ ইউনিয়ন বিএনপি’র সভাপতি নুরে আল আমিন বুলবুল, সদরপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোশারফ হোসেন মুসা, সাধারন সম্পাদক শাহাবুল ইসলাম, ফুলবাড়ীয়া ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, বহলবাড়ীয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি শাহজামাল মল্লিক, সাধারন সম্পাদক মাহবুব আলম হারছেন, সাংগঠনিক সম্পাদক শাহীনুল ইসলাম, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মনিরুল ইসলাম মনি, বহলবাড়ীয়া ইউনিয়ন যুবদলের সভাপতি সুলতান আলী, ফুলবাড়ীয়া ইউনিয়ন যুবদলের সভাপতি গোলাম মোস্তফা, তারেক পরিষদের সাধারণ সম্পাদক খন্দকার আনিসুজ্জামান নয়ন, পৌর ছাত্রদলের আহবায়ক ইফতেখার শিল্পু, যুগ্ম আহবায়ক খন্দকার খাইরুজ্জামান, আমলা সরকারী কলেজ ছাত্রদলের সাধারন সম্পাদক খন্দকার নিশাদ, কুষ্টিয়া সরকারী কলেজ ছাত্রদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক তাসকিনুর জিন্নাত সৈকত, ছাত্রনেতা জাহিদ, আরিফ, রাসেল মন্ডল, সোহেল তানভীর শিমুল, টুটুল সহ সকল ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ড যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সম্মেলন শেষে আজাদুর রহমান (আজাদ) বিশ্বাস সভাপতি, আতাউল হক এমদাদ সাধারন সম্পাদক ও তৌহিদুল ইসলাম টুটুল কে সাংগঠনিক সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট উপজেলা যুবদলের কমিটি গঠন করা হয় এবং পৌর যুবদলে আব্দুল হামিদ সভাপতি, হাফিজুল ইসলাম জনি সাধারণ সম্পাদক ও সুমন মন্ডলকে সাংগঠনিক সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন