মঙ্গলবার, মার্চ ২৫, ২০১৪

দোয়া ও শোক সভা অনুষ্ঠান

ইবির আরবী ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষক ড. সাইফুল ইসলামের স্বরণে

রাশেদুন নবী রাশেদ, ইবি ॥ ইসলামী বিশ্ববিদ্যালয়ের আরবী ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষক মরহুম প্রফেসর ড. মুহাম্মদ সাইফুল ইসলামের স্মরনে দোয়া ও শোক সভা অনুষ্ঠিত হয়েছে। আরবী ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগের উদ্যোগে গতকাল সোমবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় অনুষদ ভবনের ৪২৭নং কক্ষে এ দোয়া ও শোক সভা অনুষ্ঠিত হয়। বিভাগের সভাপতি প্রফেসর ড. তোজাম্মেল হোসেনের সভাপতিত্বে ও মোঃ রফিকুল ইসলামের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড.আবদুল হাকিম সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. আফজাল হোসেন, রেজিস্ট্রার ড. মোঃ মসলেম উদ্দিন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য প্রদান করেন প্রফেসর ড. জাকির হোসেন, প্রফেসর ড. আফাজ উদ্দিন, প্রফেসর ড.রুহুল আমিন, প্রফেসর ড.আব্দুল মালেক, প্রফেসর ড.আলিনূর রহমান, প্রফেসর ড.আব্দুল হান্নান শেখ,
প্রফেসর ড.শাহজাহান মন্ডল, প্রফেসর ড.আব্দুল মোত্তালেব, কামরুল হাসান প্রমুখ। এসময় বক্তারা ড. সাইফুল ইসলামের বর্ণাঢ্য কর্মজীবন নিয়ে আলোচনা করেন। এছাড়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, প্রফেসর ড. নেছার উদ্দিন, প্রফেসর ড.আব্দুল লতিফ, প্রফেসর ড.ইকবাল, প্রফেসর ড. মুহাম্মদ আব্দুল্লাহ, প্রফেসর ড.মাহবুবুর রহমান, প্রফেসর ড.ওয়ালী উল্লাহ, প্রফেসর ড.আক্তারুজ্জামান, প্রফেসর ড. আব্দুর রহমান আনোয়ারী, ড.মোস্তাফিজুর রহমান, ড. আকতার হোসাইন, নাজিমুদ্দিন, আলতাফ হোসেন, গোলাম সাকলায়েন প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে ভিসি প্রফেসর ড. আবদুল হাকিম সরকার প্রফেসর ড. সাইফুল ইসলামের বিদেহী আত্মার মাগফিরাত ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বলেন, “ড. সাইফুল ইসলামের পরিবারের প্রতি যা করনীয় বিশ্ববিদ্যালয় প্রশাসন তার সবকিছুই করবে’।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন