মঙ্গলবার, মার্চ ২৫, ২০১৪

মুক্তির উদ্যোগে পারিবারিক নির্যাতন প্রতিরোধে মতবিনিময় সভা

গতকাল ২৪ মার্চ ২০১৪ ইং তারিখে মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার উদ্যোগে মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগীতায় পারিবারিক সহিংসতা কমিয়ে আনার মাধ্যমে নারী অধিকার উন্নয়ন প্রকল্পের কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নের নাউথী মডেল ভিলেজে কমিউনিটী পর্যায়ে পুলিশ ও গ্র“প সদস্যদের সাথে মতবিনিময় সভা সকাল ১১ টায় ভৌড় পাড়ায় নওয়াব আলীর বাড়ীর আঙ্গিনায় অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নাউথী মডেল ভিলেজের সমন্বয় কমিটির সদস্য নওয়াব আলী ভান্ডারী। প্রধান অতিথি ছিলেন কুমারখালী থানার সাব ইন্সপেক্টর মো: সাইফুল ইসলাম। সভায় বক্তব্য রাখেন উপজেলা পারিবারিক নির্যাতন প্রতিরোধ কমিটির আহবায়ক ও শিলাইদহ ইউপি সদস্য মো: জামাল উদ্দিন, ফ্যামিলী
ক্লাবের সদস্য নিপা খাতুন,ইয়ডথ গ্রুপের সদস্য তানভীর আহম্মেদ রুবেল। সভায় স্বাগত বক্তব্য ও পরিচালনা করেন মু্িক্তর কুমারখালী উপজেলার প্রোজেক্ট অফিসার খন্দকার মুস্তাফিজুর রহমান সোহেল। সার্বিক সহযোগীতা করেন শিলাইদহ ইউনিয়নের প্রোজেক্ট ফ্যাসিলিটেটর হাসিনা খাতুন ও নাউথী মডেল ভিলেজের ভলান্টিয়ার শামসুন্নাহার লিটা। প্রেস বিজ্ঞপ্তি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন