মঙ্গলবার, মার্চ ২৫, ২০১৪

কুষ্টিয়া পৌরসভার পানির লাইনে অবৈধ মটর সংযোগ বিছিন্ন অভিযান

স্টাফ রিপোর্টার ॥ গতকাল সকাল ১০টা থেকে ২টা পর্যন্ত পৌর এলাকার বিভিন্ন সড়কে পানির লাইনে সরাসরি সংযুক্ত অবৈধ পাম্প মটর জব্দ ও পানির লাইন বিছিন্ন অভিযান চালানো হয়েছে। অভিযানে ১২টি পাম্প মটর জ্বব্দ ও বেশ কিছু পানির লাইন বিছিন্ন করা হয়। পানির লাইন বিছিন্ন অভিযানে কুষ্টিয়া পৌরসভার পানি শাখার সহকারী প্রকৌশলী মনিরুজ্জামান এর নেতৃত্বে একটি টিম অংশ নেন। অভিযানের টিম লির্ডার মনিরুজ্জামান বলেন, প্রতিদিন পানি উৎপাদন ক্ষমতা ১কোটি ১০ লক্ষ মিটার পানির চাহিদা ৯৬ লক্ষ মিটার থাকা শর্তেও পানির মেইন লাইনের সাথে অবৈধ ভাবে সরাসরি মটর
সংযোগ লাগিয়ে পানি টানার কারণে অধিকাংশ গ্রাহক তাদের চাহিদা মত পানি প্রাপ্তি থেকে বঞ্চিত হচ্ছে এবং এধরনের অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হচ্ছে। তিনি আরও বলেন, যতদিন পর্যন্ত গ্রাহকদের মধ্যে পৌর পানি সরবরাহ নীতিমালা অনুযায়ী পানি ব্যবহারের অভ্যাস গড়ে না উঠবে ততদিন পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে তিনি পৌরবাসীকে সুষ্ঠ পানি সরবরাহের স্বার্থে সর্বাত্বক সহযোগিতা করার জন্য অনুরোধ জানান।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন