মঙ্গলবার, মার্চ ২৫, ২০১৪

মিরপুরে বিশ্ব যক্ষ্মা দিবস পালিত

রাশিদুজ্জামান রাশেদ, মিরপুর ॥ মিরপুরে জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচী, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং সহযোগি সংস্থা সমূহের যৌথ আয়োজনে ও ব্র্যাকের সহযোগিতায় “যক্ষ্মা সেবা সবার তরে, পৌঁছে দেব ঘরে ঘরে” শ্লোগানে বিশ্ব যক্ষ্মা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল সোমবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে’র থেকে এক বর্নাঢ্য র‌্যালী বের হয়ে মিরপুর বাসষ্ট্যান্ড বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করেন। পরে ব্র্যাকের উপজেলা স্বাস্থ্য কর্মসূচীর ব্যবস্থাপক নূরজাহান মনি’র পরিচালনায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে’র হলরুমে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে’র মেডিকেল অফিসার ডাঃ সাজ্জাদুল ইসলাম, ডাঃ ফারজানা ইসলাম, ডাঃ ফারহানা খানম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিমন, স্বাস্থ্য সহকারী ডাঃ আজাদুল হক, ফার্মাষ্টিস রিয়াজ উদ্দিন,
ব্র্যাক লিগ্যাল এইড’র প্রোগ্রাম অর্গানাইজার ফারুক হোসেন, ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচীর মাঠ সংগঠক রেকসনা খাতুন, জহুরুল ইসলাম, মোয়াজ্জেম হোসেন, ইব্রাহীম রেজা, মিলন কান্তি মন্ডল, তুলা রানী দাস, নাজমা খাতুন প্রমুখ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন