মঙ্গলবার, মার্চ ২৫, ২০১৪

“আওয়ামী লীগ সবসময় গণতন্ত্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছে”

মেহেদী রুমীর সাথে শুভেচ্ছা বিনিময় করলেন নব নির্বাচিত জগন্নাথপুর ইউপি চেয়ারম্যান রুনা


ষ্টাফ রিপোটার : কুমারখালী উপজেলার জগন্নাথপুর ইউনিয়ন পরিষদের উপরেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পূর্ণাবাসন সম্পাদক জেলা ১৯ দলীয় জোটের আহবায়ক জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমী সাথে। গতকাল সোমবার দুপুরে জেলা বিএনপির কার্যলয়ে এ শুভেচ্ছা বিনিময় করেন তিনি।  এসময় মেহেদী আহমেদ রুমী বলেন, পুলিশ প্রশাসন দিয়ে দেশের গণতান্ত্রিক আন্দোলন ঠেকানো যাবে না। আওয়ামী লীগ গত সংসদ নির্বাচনে জনগণকে ভোটের অধিকার থেকে বঞ্চিত করে ভাগাভাগির মাধ্যমে ক্ষমতায় এসেছে। এখন তারা উপজেলা নির্বাচনের ফলাফল জোর করে ছিনিয়ে নিয়ে যাচ্ছে। তিনি আরো বলেন, আওয়ামী লীগ বরাবরই গণতন্ত্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছে আর বিএনপি তা পুনরুদ্ধার করেছে। তিনি বর্তমান সরকারকে
ক্ষমতাচ্যুত করতে দলের নেতাকর্মীদের আন্দোলনের প্রস্তুতি নিতে আহ্বান জানান। তিনি বলেন, উপজেলা নির্বাচনে সারাদেশের মত কুমারখালী ও খোকসাতে দলীয় ও রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে জাল ভোট, ভোট ডাকাতি, ভোট কারচুপি সর্বপরি ভোট জালিয়াতি করে ১৯ দলীয় জোটের চেয়াম্যান প্রার্থীদের জয় ছিনিয়ে নেওয়া হয়েছে। এসময় আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক খন্দকার সাজেদুর রহমান বাবলু, ছাত্র বিষয়ক সম্পাদক আব্দুল মুঈদ বাবুল, কুমারখালী থানা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল করিম, থানা সেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক ডাঃ শরিফুল ইসলাম, বিএনপি নেতা কামরুল ইসলাম খান, শামসুল ইসলাম, আকাম উদ্দিন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন