মঙ্গলবার, মার্চ ২৫, ২০১৪

ভারতের সাথে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক

গতকাল সকাল ১০ টায় ৩২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৪৫/৫-এস হতে ১৫০ গজ ভারতের অভ্যন্তরে প্রতিপক্ষের আহবানে ৮৫ বিএসএফ ব্যাটালিয়নের অধীনস্থ ফুলবাড়ী কোম্পানী সদরে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বাংলাদেশ দলের নেতৃত্ব দেন মেজর মোঃ মেহেদী হাসান, ভারপ্রাপ্ত অধিনায়ক, ৩২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, মিরপুর, কুষ্টিয়া। এছাড়াও বাংলাদেশ দলে উপস্থিতি ছিলেন মেজর মোঃ তারেক মাহমুদ সরকার, জিএসও-২, সেক্টর সদর দপ্তর, কুষ্টিয়া এবং ০৫ জন কোম্পানী কমান্ডার অংশগ্রহণ করেন।
ভারতের পক্ষে ৮৫ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট, শ্রী সুনীল কুমার সিং, ০২ জন ষ্টাফ অফিসার এবং ০৫ জন কোম্পানী কমান্ডার প্রতিনিধি দলে অংশগ্রহণ করেন। উক্ত পতাকা বৈঠকে মাদকদ্রব্যসহ অন্যান্য পন্য পাচার প্রতিরোধ করা, বাংলাদেশী নাগরিক কর্তৃক অবৈধভাবে ভারতে প্রবেশ করে ঘাস ও ফসলাদি কেটে না আনা এবং ভারতীয় জাল টাকার নোটের বিষয়সহ অন্যান্য দ্বিপাক্ষিক বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন