বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ০৭, ২০১৩

মেধাবী শিক্ষার্থীরা আগামী দিনের ভবিষ্যৎ .

হাওয়া ডেস্ক : সাবেক জাতীয় সংসদ সদস্য ও ঠিকানা গ্রুপের চেয়ারম্যান এম এম শাহীন বলেছেন,গরিব মেধাবী শিক্ষার্থীরা আগামী দিনের ভবিষ্যৎ। বিশেষ করে ছেলেদের চেয়ে মেয়েরা শিক্ষা ক্ষেত্রে এগিয়ে রয়েছে। বাংলাদেশে বর্তমানে গরিব মেধাবী অনেক ছেলে মেয়ে পর্যাপ্ত সুযোগ সুবিধার অভাবে লেখা পড়ায় পিছিয়ে থাকলেও বিভিন্ন প্রবাসী ও সংগঠনের পৃষ্ঠপোষকতায় তারা এখন শিক্ষা ক্ষেত্রে অনেক এগিয়ে। এম এম শাহীন গত ৫ ফেব্রুয়ারী মঙ্গলবার সকালে কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউপির হাজী আহমদ উল্যাহ কল্যাণ ট্রাষ্টের উদ্যোগে ইউসুফ তৈয়বুন বালিকা উচ্চ বিদ্যালয়ের গরীব মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরন বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।  স্থানীয় আইডিয়াল কিন্ডার গার্টেন স্কুল এর অধ্যক্ষ মুজিবুর রহমান ফয়ছলের সভাপতিত্বে ও হাজী আহমদ উল্যাহ কল্যান ট্রাষ্টের সাধারন সম্পাদক প্রভাষক মঞ্জুরুল হকের উপস্থাপনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লংলা আধুনিক মহা বিদ্যালয়ের উপাধ্যক্ষ আতাউর রহমান চন্দন, কুলাউড়া ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ এ কে এম শাহজালাল,কুলাউড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি কয়ছর রশীদ, বর্তমান সভাপতি আজিজুল ইসলাম, সাধারন সম্পাদক চৌধুরী আবু সাঈদ ফুয়াদ, সাংগঠনিক সম্পাদক মোয়াজ্জেম সাজু প্রমুখ। অনুষ্ঠান শেষে ট্রাষ্টের উদ্যোগে গরীব মেধাবী প্রায় ১শ ছাত্র-ছাত্রীদের মধ্যে বিভিন্ন শিক্ষা উপকরন বিতরণ করা হয় ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন