বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ০৭, ২০১৩

অধ্যাপক এম. ইউ ভূঁইয়া এবং অধ্যাপক অম্বিকা দাস চক্রবর্তী শিক্ষা ফাউন্ডেশনের বৃত্তি প্রদান

কুষ্টিয়া সরকারী কলেজের সাবেক প্রিন্সিপাল অধ্যাপক এম. ইউ ভূঁইয়া এবং সাবেক ভাইস প্রিন্সিপাল অধ্যাপক অম্বিকা দাস চক্রবর্তী শিক্ষা ফাউন্ডেশন এর উদ্যোগে কুষ্টিয়ার দরিদ্র ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়েছে। গতকাল সন্ধ্যায় কুষ্টিয়া পৌরসভার ম.আ.রহিম মিলনায়তনে এক আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে এ বৃত্তি প্রদান করা হয়। বৃত্তি প্রদান অনুষ্ঠানে সভাপতির বক্তৃতায় কুষ্টিয়া পৌরসভার জননন্দিত মেয়র ও অধ্যাপক এম. ইউ ভূঁইয়া এবং অধ্যাপক অম্বিকা দাস চক্রবর্তী শিক্ষা ফাউন্ডেশনের সভাপতি আনোয়ার আলী বলেছেন, কুষ্টিয়া সরকারী কলেজে (কুষ্টিয়া কলেজে) ১৯৫৫ সালে প্রিন্সিপাল হিসেবে যোগদান করেন অধ্যাপক এম. ইউ ভূঁইয়া এবং ১৯৫০ সালে ভাইস প্রিন্সিপাল হিসেবে যোগদান করেন অধ্যাপক অম্বিকা দাস চক্রবর্তী। তাঁরা দু’জনই ছিলেন খ্যাতিনামা শিক্ষক। মানুষ হিসেবে ছিলেন অত্যন্ত মহৎ। শিক্ষকের চেয়েও তাঁদের মধ্যে বেশি ছিল পিতৃত্ববোধ। তাঁরা সকল শিক্ষার্থীকে নিজের সন্তানের মতো করে গড়ে তোলার চেষ্টা করতেন। সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে তাঁরা এই কলেজটিকে একটি সুনামি শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলেছিলেন। সে সময় প্রতিটি পরীক্ষাতেই ১ থেকে ১০ এর মধ্যে কুষ্টিয়া কলেজের স্থান থাকতো। লেখাপড়ার পাশাপাশি সংস্কৃতি চর্চা ও ক্রীড়ার ক্ষেত্রেও দেশের মধ্যে ভাল অবস্থানে ছিল কুষ্টিয়া কলেজ। কারণ তাঁরা জানতেন ক্রীড়া ও সংস্কৃতির বোধ না ঘটলে মেধাবী ছাত্র হওয়া যায় কিন্তু ভাল মানুষ হওয়া যায় না। তাই সে সময় লেখাপড়ার পাশাপশি নিয়মিত ক্রীড়া ও সংস্কৃতি র্চ্চা হতো। এমনকি কলেজের নবীণ বরণ হতো ৫ দিন ধরে। সে অনুষ্ঠানে নিয়মিত মঞ্চায়িত হতো সমাজের বিভিন্ন সমস্যা তুলে ধরে নাটক। আজ তাঁদের মতো আদর্শিক ও মহৎ শিক্ষক না থাকায় ভাল ছাত্র তৈরী হচ্ছে কিন্তু অনেক ক্ষেত্রে ভাল মানুষ তৈরী হচ্ছে না। তিনি বলেন, এই দুইজন মহৎ শিক্ষক থাকাকালে আমি কুষ্টিয়া কলেজের ছাত্র ছিলাম। আমি তাঁদেরকে অত্যন্ত কাছ থেকে দেখেছি। সে সময় আমরা লক্ষ্য করেছি, তাঁরা দু’জন দিনে পাঠদান করতেন এবং মধ্যরাত পর্যন্ত জেগে পরবর্তী দিনে ক্লাসে কি পড়াবেন তা ঠিক করতেন। আজ তাঁদের মতো জ্ঞানী, গুনী ও আদর্শিক শিক্ষকের বড়ই অভাব। প্রেস বিজ্ঞপ্তি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন