বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ০৭, ২০১৩

কুষ্টিয়ায় জামায়াতের হরতাল পালিত : ৪ শিবির কর্মী আটক

আব্দুম মুনিব : মানবতা বিরোধী অপরাধের জন্য গঠিত আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাতিল ও আটক নেতাকর্মীদের মুক্তির দাবিতে জামায়াতের ডাকা ২য় দিনের সকাল-সন্ধ্যা হরতালে কুষ্টিয়ায় পুলিশের কড়া অবস্থানের মধ্যে শহরে পুলিশের সাথে পিকেটারদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। শহরের লাহিনীপাড়ায় পিকেটিংএর সময় এ ধাওয়া পাল্টা ধাওয়া হয়। অন্যদিকে, হাউজিং এলাকা থেকে পুলিশ চারজননকে শিবির সন্দেহে আটক করেছে। ভোরে শহরের বিভিন্ন স্থানে হরতাল সমর্থকরা পিকেটিং করে। পিকেটিংকালে শহরের লাহিনীতে পুলিশ পিকেটারদের উপর ধাওয়া-পাল্টা ধাওয়ার এক পর্যায়ে পুলিশ পিকেটারদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় কয়েকজন পিকেটার আহত হয়। ঘটনাস্থল থেকে শিবিরের ৪ জন নেতাকর্মীতে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলো লক্ষীপুরের নেসার উদ্দিনের ছেলে হাফেজ উসামা আহমেদ (২০), কুষ্টিয়া মিরপুরের মৃত আব্দুল গনির ছেলে সালাহ উদ্দিন (২৪), দৌলতপুর খলিসাকুন্ডুর আনোয়ারুল ইসলামেন ছেলে খোকন হোসেন (২২), ঝিনাইদহ হরিনাকুন্ডুর মুজাফফরের ছেলে ফিরোজ আহমেদ (২০)। গতকালের হরতালে আইনশৃঙ্গখলা বাহিনীর লোকজন ছিলো করা অবস্থানে। শহরের মোড়ে মোড়ে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।
ছোট-খাটো দু’একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া কুষ্টিয়ায় শান্তিপূর্ণভাবে হরতাল পালিত হয়েছে। হরতালে কুষ্টিয়া চৌড়হাস কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে কোন রুটেই যাত্রীবাহি বাস ছেড়ে যায়নি। শহরের রাস্তা-ঘাট সবই ছিলো ফাঁকা। হরতাল চলাকালে ভোর থেকে কুষ্টিয়ার বেশ কয়েকটি পয়েন্টে পিকেটারা পিকেটিং করে। শহরের অধিকাংশ দোকান-পাট ছিল বন্ধ। সরকারী বেসরকারী প্রতিষ্ঠানে লোকজনের উপস্থিতি ছিলনা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন