বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ০৭, ২০১৩

জেলা ছাত্রলীগের লাঠি মিছিল

স্টাফ রিপোর্টার : যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি দাবী ও জামায়াতের হরতালের প্রতিবাদে লাঠি মিছিল করেছে কুষ্টিয়া জেলা ছাত্রলীগ। গতকাল বুধবার দুপুর ১টায় কুষ্টিয়া শহরের সাদ্দাম বাজার মোড় থেকে শুরু হয় মিছিল। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সিঙ্গার মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে জেলা ছাত্রলীগ সভাপতি আলী মূর্তজা খসরু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল¬াহ আল মামুনের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি আহমেদ মৃদুল হাসান, সদর উপজেলা ছাত্রলীগ সভাপতি আবু তৈয়ব বাদশা, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইয়াসির আরাফাত তুষার, বেলায়েত হোসেন রিপন ফয়সাল, ইবি ছাত্রলীগ নেতা মিজানুর রহমান মিজু, জেলা ছাত্রলীগ নেতা, এসএম বখতিয়ার খালেদ, জাকির হোসেন, মোমিনুল হক মোমিন, মেহেদী হাসান, আরশেদ আলী, মোশাররফ হোসেন কিশোর, সাদ্দাম হোসেন, আলমগীর হোসেন, বাপ্পা, পলিটেকনিক ছাত্রলীগ নেতা শরীফ, কলেজ ছাত্রলীগ নেতা মিলন, ডেভিড, সুজন, সালাম প্রমুখ।
বক্তারা যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি দাবী করেন এবং দেশব্যাপী জামায়াতের অবৈধ হরতালের বিরুদ্ধে কুষ্টিয়াবাসীকে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার অনুরোধ জানান।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন