বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ০৭, ২০১৩

ঐতিহাসিক কাগমারী সম্মেলন দিবসের ৫৬তম বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় ন্যাপ মহাসচিব

হাওয়া ডেস্ক : বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেছেন, ১৯৫৭ সালে মজলুম জননেতা মওলানা ভাসানীর আহ্বানে অনুষ্ঠিত ঐতিহাসিক কাগমারী সম্মেলন ছিল পাকিস্তানী শাসকদের বিরুদ্ধে বাংলার মানুষের অধিকার আদায়ের প্রথম স্বাধীনতার ডাক। কাগমারী সম্মেলন হলো বাংলাদেশের স্বাধীকার ও পূর্ব পাকিস্তান তথা আজকের বাংলাদেশের রাজনীতির ইতিহাসের এক টার্নিং পয়েন্ট। তিনি বলেন, মজলুম জননেতা মওলানা ভাসানীর দীর্ঘ রাজনৈতিক জীবনে অসংখ্য রাজনৈতিক কর্মসূচীর আয়োজন করেছিলেন, এর মধ্যে তাঁর অবিস্মরণীয় কীর্তি এবং উপ-মহাদেশের তথা তৎকালীন পূর্ব পাকিস্তান আজকের বাংলাদেশের একটি ঐতিহাসিক ঘটনা হচ্ছে ১৯৫৭ সালের ‘ঐতিহাসিক কাগমারী সম্মেলন’। উপ-মহাদেশ ও পূর্ব বাংলা তথা আজকের বাংলাদেশের রাজনীতিতে এর তাৎপর্য অনাগত কালের গবেষকদের কাছে স্বীকৃত। তিনি গতকাল বুধবার সকালে দলীয় মিলনায়তনে ঐতিহাসিক কাগমারী সম্মেলনের ৫৬তম বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ আয়োজিত মুক্ত আলোচনায় সভাপতি হিসাবে বক্তব্য রাখছিলেন। নগর সাধারন সম্পাদক মোঃ শহীদুননবী ডাবলু‘র সঞ্চালনায় আলোচনায় অংশ গ্রহন করেন দলের যুগ্ম মহাসচিব স্বপন কুমার সাহা, সাংগঠনিক সম্পাদক মোঃ কামাল ভুইয়া, এনডিপি নগর সাধারন সম্পাদক মোঃ ফরিদউদ্দিন, ন্যাপ নগর যুগ্ম সম্পাদক মোঃ শামিম ভুইয়া, প্রচার সম্পাদক জিল্লুর রহমান পলাশ, বাংলাদেশ জাতীয় ছাত্রদল সভাপতি এম.এন. শাওন সাদেকী, সাধারন সম্পাদক সোলায়মান সোহেল প্রমুখ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন