বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ০৭, ২০১৩

কুষ্টিয়ায় সরকারী কর্মচারী সমন্ময় পরিষদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়

ষ্টাফ রিপোর্টার : কুষ্টিয়ায় সরকারী কর্মচারী সমন্ময় পরিষদ জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন সাথে মতবিনিময় সভা করেছে। গতকাল বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভা পরিচালনা করেন সরকারী কর্মচারী সমন্ময় পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন শেখ। কর্মচারীদের সমস্যাসহ বিভিন্ন দিক তুলে ধরে তিনি বলেন, বিভিন্ন সরকারী অফিসে উচু কর্মকর্তাদের কাছে নির্যতনের স্বিকার হতে হয়। এছারা বিভিন্ন সরকারী অফিসে কর্মচারীরা অপপ্রচার চালিয়ে বিভ্রান্তি সৃষ্টি করে এসব ক্ষেত্রে উপযুক্ত তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা নেওয়ার দাবী জানান। মতবিনিময়ে প্রধান অতিথীর বক্তব্যে জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন বলেন, আমরা সকলেই সরকারের রেভিনিউ খাত হতে বেতন নিয়ে থাকি সেকারণে জেলা প্রশাসকের সাথে সরকারী কর্মচারীদের নাড়ীর সম্পর্ক রয়েছে। তিনি বলেন, নৈতিক অবক্ষয় ব্যতিত সকল সমস্যা সমাধানে আমার সহযোগীতা অব্যাহত থাকবে সেই সাথে আপনাদের সকল প্রকার বৈধ কাজে আমার সহযোগীতা থাকবে। এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ড. মোল্লা মাহমুদ হাসান, সহকারী কমিশনার রাসেল মিয়া ও সৈয়দ আশরাফুজ্জামান। সরকারী কর্মচারী সমন্বয় পরিষদের নের্তৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি মতিয়ার রহমান, কদম রসুল, কাজী শফিকুর রহমান, আখতারুল হক, আমিরুল ইসলাম, মনোয়ার হোসেন, শেখ রবিউল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আবু বকর, মামুনুর রহমান খান, সিরাজুল হক, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, পিয়ার আলী, মখলেছুর রহমান মনি, মতালেব হোসেন, অর্থ সম্পাদক শহীদুল ইসলাম, মহিলা সম্পাদিকা হাজেরা খাতুন ঝর্ণা, ফেরদোসী আক্তার জাহান, আব্দুল বারী, হাবিবুর রহমান। সভায় জেলার ৪৫ টি দপ্তরের সরকারী কর্মচারীরা উপস্থিত ছিলো। এদিকে সরকারী কর্মচারী সমন্ময় পরিষদ এ নেতৃবৃন্দ মতবিনিময় সভায় জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন ও অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব আশরাফুল ইসলাম এর কক্ষে তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন