বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ০৭, ২০১৩

বিরামপুরে আশা’র স্বাস্থ্য সচেতনতামূলক কর্মসূচী বাস্তবায়ন

মাহমুদুল হক মানিক, বিরামপুর : আশা- দিনাজপুর (বিরামপুর) জেলার বিরামপুর-১ ব্রাঞ্চের আওতায় দরিদ্র-পীড়িত ও সুবিধা বঞ্চিত জনগোষ্ঠিকে সচেতন করার লক্ষ্যে ২-৭ ফেব্রুয়ারী সপ্তাহব্যাপী স্বাস্থ্য সচেতনতামূলক কর্মসূচী বাস্তবায়নের লক্ষ্যে “নিরাপদ পানি ব্যবহার ও তার প্রয়োজনীয়তা এবং আর্সেনিক দূষন প্রতিরোধ” শীর্ষক আলোচনা সভা করেছে। ৬ ফেব্রুয়ারী উপজেলার সারঙ্গপুর গ্রামে আলোচনায় আলোচকগন নিরাপদ পানি ব্যবহার ও তার দূষন প্রতিরোধ এবং আর্সেনিক পানি ব্যবহারের ক্ষতিকর দিক তুলে ধরেন। এছাড়া পানি বাহিত বিভিন্ন রোগের লক্ষন ও প্রতিরোধ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। আলোচনায় অংশনেন আশা-দিনাজপুর (বিরামপুর) জেলা ম্যানেজার আহসান হাবিব, ডেভেলপ দ্যা ভিলেজ (ডিভি)’র নির্বাহী পরিচালক মোরশেদ মানিক, আশা-বিরামপুর আঞ্চলিক ব্যবস্থাপক তরিকুল ইসলাম, আশা-ঘোড়াঘাট আঞ্চলিক ব্যবস্থাপক এবি সিদ্দিক, বিরামপুর-১ শাখার ব্যবস্থাপক আব্দুস সাত্তার, বিরামপুর-২ শাখার ব্যবস্থাপক মাহাফুজ আলী এবং বিরামপুর-১ শাখার ঋণ কর্মকর্তা দেবনাথ চন্দ্র বর্মন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন