বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ০৭, ২০১৩

ঝিনাইদহে ৩৩ বিএনপি নেতাকর্মীর জামিন নামঞ্জুর : কারাগারে প্রেরণ

ঝিনাইদহ প্রতিনিধি : সহিংসতা ও ককটেল বিস্ফোরণ মামলায় ঝিনাইদহের ৩৩ বিএনপি নেতা-কর্মীর জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে। বুধবার দুপুরে ঝিনাইদহ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক মোঃ আনিসুর রহমান এ আদেশ দেন। মামলার সংক্ষিপ্ত বিবরণে বলা হয়েছে, গত ১০ ডিসেম্বর বিএনপি নেতা-কর্মীরা কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ অফিসে হামলা চালিয়ে ভাংচুর ও ককটেল বিস্ফোরণ ঘটায়। এ ঘটনায় কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম মিন্টু বাদি হয়ে ১০৫ জনের নামে কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।  কালীগঞ্জ উপজেলা বিএনপি নেতা মাহবুবার রহমান জানান, এই মামলায় হাইকোর্ট থেকে বিএনপির ৩৩ জন নেতাকর্মী ৪ সপ্তাহের আগাম জামিন লাভ করেন। বুধবার দুপুরে কালীগঞ্জ বিএনপির যুগ্ম আহবায়ক হামিদুল ইসলাম হামিদ, সাবেক পৌর কাউন্সিলর মিজানুর রহমান, পৌর যুবদলের সভাপতি জবেদ আলী, সম্পাদক শাহজাহান আলী খোকন, স্বেচ্ছাসেবকদলের আহবায়ক তোফাজ্জেল হোসেন তপন, উপজেল ছাত্রদলের সহ সভাপতি রনি, কৃষকদলের সভাপতি আহম্মদ আলী পাতা, যুবদলের সাংগঠনিক মোহাম্মদ আলী, কলেজ ছাত্রদলের সভাপতি টিটো ও পৌর ছাত্রদলের যুগ্ম সম্পাদক খোকাসহ ৩৩ নেতা কর্মী আদালতে হাজির হলে তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর আদেশ দেওয়া হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন